Connect with us

ফুটবল

ভিনিসিয়াস’কে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে নামবে ব্রাজিল

Avatar of author

Published

on

ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই কোয়ার্টার ফাইনালের মাঠে নামতে হবে ব্রাজিলকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড খাওয়ার ফলে দুইটি হলুদ কার্ডের বাঁধায় পড়তে হয় এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে। এর আগের কার্ডটি তিনি খেয়েছেন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে।

আগামী ৭ জুলাই, রোববার উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে ভিনিসিয়াসকে ছাড়া খেলতে হবে দলটির। যেখানে দলের অন্যতম ভরসার জায়গা এই ব্রাজিলিয়ান।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ হবে না ব্রাজিলের জন্য। এর ওপর ভিনিসিয়াসকে বাদ দিয়ে নিজেদের পরিকল্পনা সাজানো অনেকটুকু সমস্যা হবে তাদের। গ্রুপ পর্বে এক ম্যাচ জয় আর দুই ম্যাচ ড্র করে গ্রুপ রানারআপ হিসেবে কোয়ার্টারে আসে ব্রাজিল। অন্যদিকে দুর্দান্ত ফুটবল খেলা উরুগুয়ে ছিল নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন।

 

এম/এইচ

Advertisement
Advertisement

ফুটবল

ব্যর্থতার দায়ভার নিলেন ব্রাজিল কোচ

Published

on

ব্রাজিলের বিদায় বেলায় সকল দায় নিলেন কোচ দরিভাল জুনিয়র। কোয়ার্টার ফাইনালের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে গেছে ব্রাজিল। যেখানে ৪-২ গোলের ব্যবধান ছিল। ম্যাচের পুরো নব্বই মিনিট ছিল গোলশূন্য ড্র।

উরুগুয়ের দুর্দান্ত ফুটবল প্রদর্শনী দেখেছে দর্শকেরা। আর এদিকে ব্রাজিলের খেলায় নিভু নিভু ধারা টের পাওয়া গেছে। যদিও চেষ্টা করেছে সেলেসাওরা পুরো সময় জুড়ে, তবে লাভের লাভ কিছু হয়নি।

এই ম্যাচ শেষে ব্রাজিল কোচ দরিভাল বলেন, ‘এই ধরনের কাজে অনেক বেশি ধৈর্য দরকার হয়।’

তিনি আরও যোগ করেন, ‘আমি স্বীকার করছি এটা আশানুরূপ ফলাফল নয়। আমি এর পুরো দায়ভার নিজের কাঁধে নিচ্ছি। কিন্তু আমি এটাও মানি যে, এই দলের উন্নতির অনেক জায়গা রয়েছে।’

ব্রাজিল কোপা আমেরিকার ২০১৯ আসরের চ্যাম্পিয়ন এবং ২০২১ আসরের ফাইনালিস্ট দল ছিল।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

নিজের শেষ ইউরো খেলে যে বার্তা দিলেন রোনালদো

Published

on

ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ ইউরো ছিল। যা বেশ আশাহত হয়ে শেষ করলেন তিনি। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে পরাজিত হয়ে বিদায় নিয়েছে পর্তুগাল। ম্যাচটি গড়িয়েছিল টাইব্রেকারে, আর সেখানেই হেরেছে রোনালদোরা।

চলতি ইউরোতে রোনালদো কোনো গোলও করতে পারেননি। পর্তুগাল তার কাছে যে ধরনের আশা করে, তা মেটাতে ব্যর্থ হয়েছেন এই তারকা। ধারণা করা হচ্ছিল পর্তুগালের হয়েও শেষ ম্যাচটি খেলে নিয়েছেন রোনালদো।

তবে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ সেরকম বলেননি। তিনি জানিয়েছেন, রোনালদো তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিজে নেওয়ার আগে তেমন কিছু বলা ঠিক হবে না। তবে এই ফুটবলার যে এখন তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে পড়েছেন, তা তো নিশ্চিত করেই বলা যায়।

এরমধ্যে রোনালদো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘আমরা আরও বেশি আশা করেছিলাম। আমাদের প্রাপ্য আরও বেশি ছিল। আমাদের প্রত্যেকের জন্য, পর্তুগালের জন্য। তোমরা আমাদের যা কিছু দিয়েছ আর আমরা যা অর্জন করেছি, তার সবকিছুর জন্য কৃতজ্ঞতা জানাই।’

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

টাইব্রেকারে হেরে কোপা থেকে বিদায় ব্রাজিলের

Published

on

আরও একটি টাইব্রেকার, আরও একবার বিদায় ব্রাজিলের। বিশ্বকাপের পর এবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে বিদায় নিলো ব্রাজিল।

উরুগুয়ের বিপক্ষে নির্ধারিত সময় গোলশুন্য থাকে ব্রাজিল। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময় না থাকায় নির্ধারিত সময় পরেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে।  পেনাল্টি শ্যুটআউটে প্রথম কিকে গোল করেন ফেদে ভালভারদে।  তবে ব্রাজিলের হয়ে মিস করেন এডার মিলিটাও।

পরের দুটি শটেই গোল করে উরুগুয়ে। ব্রাজিলের হয়ে দ্বিতীয় শটে আন্দ্রেস পেরেইরা গোল করতে পারলেও তৃতীয় শটে মিস করেন ডগলাস লুইস।

উরুগুয়ের চতুর্থ শট ঠেকিয়ে দেন এলিসন বেকার।  ব্রাজিলের হয়ে চতুর্থ শটে গোল করেন গ্যাব্রিয়েল মারটিনাল্লিও।

তবে উরুগুয়ের নেওয়া পঞ্চম শটনি এলিসন ঠেকাতে না পারায় ৪-২ গোলে নিষ্পত্তি হয় টাইব্রেকার।

Advertisement

সেমিফাইনালে উরুগুয়ের প্রতিপক্ষ কলম্বিয়া।

 

 

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত