স্বাস্থ্য

দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ডেঙ্গু মোকাবিলা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ডেঙ্গু মোকাবিলা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গেই দেখা দিয়েছে ডেঙ্গুর শঙ্কা। গেলো দুই বছরে দেশব্যাপী বেশ আতঙ্ক ছড়িয়েছে এডিস মশাবাহিত এ রোগটি। রেকর্ড ছাড়িয়েছিল ডেঙ্গু আক্রান্ত ও এতে মৃত্যুসংখ্যা। তাই এ বছর এডিস মশা দমন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা অবলম্বন করছে সরকার। ডেঙ্গু মোকাবিলায় এবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ও সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। মঙ্গলবার (৯ জুলাই) মন্ত্রণালয়ে নিজ দপ্তরে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ‘আমরা কেউ চাই না, ডেঙ্গুতে আরেকটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হোক। যদি হয়, উপরওয়ালার ইচ্ছায় আমরা সামলাতে পারবো বলে আশা করি।’ ডা. সামন্ত লাল সেন বলেন, ‘সব চিকিৎসক কিন্তু জানেন, ডেঙ্গুর চিকিৎসায় কী করতে হবে। আমাদের একটা গাইডলাইন আছে, সেটি সম্পর্কেও তারা অবগত। পর্যাপ্ত স্যালাইন মজুত আছে। আমি ইতোমধ্যে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আমাদের ইডিসিএলকে নিয়ে আমরা মিটিং করেছি, যাতে কোনোভাবেই স্যালাইনের ঘাটতি না হয়।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা কয়েকটা মিটিং করেছি, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দুই মেয়রের সঙ্গে আমরা কথা বলেছি। ভবিষ্যতেও আমরা মিটিং করবো। দুটি মন্ত্রণালয়কে সমন্বয় করে কাজটি করতে হবে। স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ডেঙ্গু মোকাবিলা করতে হবে।’ এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমও উপস্থিত ছিলেন।   এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন দুই | মন্ত্রণালয়ের | যৌথ | উদ্যোগে | ডেঙ্গু | মোকাবিলা | করা | হবে | | স্বাস্থ্যমন্ত্রী