ক্রিকেট

এক দিনে ৬০০ রান করতে চায় ইংল্যান্ড, বললেন পোপ

এক দিনে ৬০০ রান করতে চায় ইংল্যান্ড, বললেন পোপ
আত্মবিশ্বাসের তুঙ্গে উঠে আছে ইংল্যান্ড। বাজ-বল পরিচিতি পাওয়ার পর দলটির ব্যাটিংয়ের ধরন বদলে গেছে। প্রতিপক্ষ বোলারদের ডেলিভারি বাউন্ডারি ছাড়া করতেই যেন যত আনন্দ এখন। ইংলিশ ব্যাটার অলি পোপ সম্প্রতি মন্তব্য করেন, এক দিনে ৬০০ রান করাও তাদের পক্ষে সম্ভব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। প্রথম দুই টেস্টেই বড় ব্যবধানে জয়ী হয়েছে ইংলিশরা। দ্বিতীয় ম্যাচে দুই ইনিংসেই ৪০০ রানের দেখা পায় তারা, যা তাদের ইতিহাসে প্রথম। এমন আত্মবিশ্বাস তাই তৈরি হওয়া স্বাভাবিক। পোপের এমন মন্তব্যের পেছনে তার নিজের ফর্মও কথা বলছে। সবশেষ ম্যাচে ষষ্ঠ টেস্ট শতকের দেখা পেয়েছেন তিনি। শুক্রবার সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ খেলতে নামার আগে ইংলিশ ব্যাটার পোপ বলেন, 'এখানে একটি সত্যিকারের ক্ষুধা আছে। সবসময়ই এমন ক্ষুধা ছিল। তবে এখন ব্যাটিং লাইন-আপে অতিরিক্ত কিছু জিনিস যুক্ত হয়েছে।' ব্যাটিংয়ে যতটা আগ্রাসী হওয়া যায়, ততটাই চেষ্টা করবে ইংল্যান্ড। পাশাপাশি নিজেদের প্রকৃত খেলাও ধরে রাখার ব্যাপারে মন্তব্য করেছেন পোপ। এই ব্যাটার যোগ করেন, 'যেখানে এমন এক দিনও হয়তো আসবে, যখন আমরা ৫০০-৬০০ রানও হয়তো করে ফেলবো। আর এটা দারুণ এক ব্যাপার হবে।' এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন এক | দিনে | ৬০০ | রান | করতে | চায় | ইংল্যান্ড | পোপ