বাংলাদেশ

আজ থেকে চালু হচ্ছে স্বল্প দূরত্বের ট্রেন

আজ থেকে চালু হচ্ছে স্বল্প দূরত্বের ট্রেন
কারফিউ শিথিল হওয়ায় আজ থেকে চালু হচ্ছে স্বল্প দূরত্বের ট্রেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত  স্বল্প দূরত্বের কিছু সংখ্যক লোকাল ও কমিউটার ট্রেন চলবে। গেলো বুধবার (২৪ জুলাই) দুপুরে যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর। রেল সচিব জানান, শুরুতে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টাঙ্গাইলসহ দেশের আরও বেশ কিছু রুটে ট্রেন চলবে। এরপর সরকার কারফিউ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী ট্রেন চালানোর বিষয়ে আবার সিদ্ধান্ত নেয়া হবে। রেলওয়ে কতৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল পথের কমিউটার ট্রেনগুলো চলাচল করবে। তবে সময় পাঁচ ঘণ্টা। এ সময়ের মধ্যে দুই থেকে তিনবার যাতায়াত (ট্রিপ) করতে পারবে। দূরবর্তী যাত্রার মধ্যে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচল করবে তিতাস কমিউটার ট্রেন। স্বাভাবিক সময়ে তিতাস ট্রেন দিনে চারবার আসা-যাওয়া করে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় যাবে। দুপুর ১ টা ৫ মিনিটে ফিরতি যাত্রা শুরু করবে। এছাড়া, ঢাকা-নারায়ণগঞ্জ পথে স্বাভাবিক সময়ে ২০ বারের বেশি কমিউটার ট্রেন যাতায়াত করে। তবে বর্তমানে এটি তিন-চারবার আসা-যাওয়া করতে পারে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন। উল্লেখ্য, রেলের পশ্চিমাঞ্চলে (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) দুটি পথে ট্রেন চলাচল করতে পারে। এর মধ্যে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ এবং লালমনিরহাট থেকে বুড়িমারী পর্যন্ত চলাচল করবে কমিউটার ট্রেন। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন আজ | চালু | হচ্ছে | স্বল্প | দূরত্বের | ট্রেন