আর্কাইভ থেকে বাংলাদেশ

কাবুলে মসজিদের কাছে বিস্ফোরণ, নিহত ৪

কাবুলে মসজিদের কাছে বিস্ফোরণ, নিহত ৪

জুমার নামাজ শেষ হওয়ার কয়েক মিনিট পর আফগানিস্তানের কাবুল শহরের একটি মসজিদের কাছে বোমা বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় নিহত হয়েছে  চারজন  ও আহত ১০ জন।

 ‍শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি’র একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, জুমার নামাজ শেষ হওয়ার কয়েক মিনিট পর এ ঘটনা ঘটে। পরে স্থানীয় একটি হাসপাতাল হতাহতদের সংখ্যা জানিয়েছে এএফপিকে।

স্থানীয় ওই হাসপাতালটির পরিচালনার দায়িত্বে থাকা ইতালীয় বেসরকারি সংস্থা ‘ইমার্জেন্সি’ এক টুইটার বার্তায় জানিয়েছে, ওই বিস্ফোরণে ১৪ জন হতাহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে চারজন হাসপাতালে পৌঁছানোর সময়ই মারা গেছেন।

জানা গেছে, কাবুলের ওয়াজির আকবর খান এলাকায় বিস্ফোরণটি ঘটেছে। আগে এটি শহরের ‘গ্রিন জোন’ ছিল যেখানে বিদেশী দূতাবাস এবং ন্যাটোর অফিসের অবস্থান ছিল। কিন্তু এলাকাটি এখন ক্ষমতাসীন তালেবান দ্বারা নিয়ন্ত্রিত।

এর আগে, ২০২০ সালে একই মসজিদে বোমা বিস্ফোরণে ওই মসজিদের ইমাম নিহত হয়েছিলেন।

উল্লেখ্য, তালেবান ক্ষমতায় ফিরে আসার পর আফগানিস্তান জুড়ে সামগ্রিক সহিংসতা উল্লেখযোগ্যমাত্রায় হ্রাস পেলেও কাবুল এবং অন্যান্য শহরে নিয়মিত বোমা হামলা হচ্ছে। সেপ্টেম্বরের শুরুর দিকে রুশ দূতাবাসের বাইরে আত্মঘাতী বোমা হামলায় দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছিলেন।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন কাবুলে | মসজিদের | কাছে | বিস্ফোরণ | নিহত | ৪