জাতিগত হানাহানিতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। বন্দুকযুদ্ধ-ড্রোন-রকেট হামলায় নিহত হয়েছেন ৫ জন। আহত হয়েছেন আরও অনেকে। রাজ্যটির জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় এইসব ঘটনা ঘটে।
শনিবার মণিপুরের জিরিবাম জেলায় ঘুমন্ত এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। পরবর্তীতে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে বিদ্রোহীদের বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছেন। ওই চারজনই সশস্ত্র ছিলেন।
সহিংসতার কারণে বন্ধ রাজ্যের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে, শুক্রবার মণিপুরে বিচ্ছিন্নতাবাদীদের রকেট হামলায় একজনের প্রাণহানি ঘটে। এদিন অন্তত দুটি রকেট নিক্ষেপ করেছে বিদ্রোহীরা। একটি রকেট ময়রাং শহরে সাবেক মুখ্যমন্ত্রী মাইরেম্বাম কোইরেংয়ের বাসভবনের কাছে আঘাত হানে।
এনএস/