আর্কাইভ থেকে বাংলাদেশ

উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে আহত রোহিঙ্গা নেতা

উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে আহত রোহিঙ্গা নেতা

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন মোহাম্মদ হোসেন (৩০) নামের এক রোহিঙ্গা নেতা (মাঝি)।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে বালুখালী-৯ নম্বর আই-১-ব্লকের পাহারা দেয়ার সময় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হোসেন ওই ব্লকের রোহিঙ্গা দলনেতা (হেড মাঝি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার ফারুক মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাতে ক্যাম্পে বিভিন্ন ব্লকে স্বেচ্ছাসেবকেরা ঠিকমতো পাহারার দায়িত্ব পালন করছেন কিনা খোঁজখবর নিচ্ছিলেন মোহাম্মদ হোসেন। হঠাৎ একদল দুর্বৃত্ত আই-১ ব্লকে পাহারা দেয়ার সময় রোহিঙ্গা মাঝি মোহাম্মদ হোসেনকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শিবিরে আইওএম হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আহত রোহিঙ্গা নেতাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এপিবিএন ও উখিয়া থানা পুলিশ দুর্বৃত্তদের ধরতে সোর্সকে মাঠে নামিয়েছে।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন উখিয়ায় | দুর্বৃত্তদের | গুলিতে | আহত | রোহিঙ্গা | নেতা