আর্কাইভ থেকে আইন-বিচার

নিরাপত্তাকর্মী হত্যা মামলায় খুলনায় ৩ জনের যাবজ্জীবন

নিরাপত্তাকর্মী হত্যা মামলায় খুলনায় ৩ জনের যাবজ্জীবন

খুলনায় মৎস্য ঘেরের নিরাপত্তাকর্মী কুদ্দুস শেখ হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ দুপুরে খুলনার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মাহবুব মোল্ল্যা (৩০), সিদ্দিক মোল্ল্যা (৫০) ও ইসরাইল মোড়ল (৩৫)। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৪ সালের ১৮ মে ফুলতলার যুগনিপাশা পশ্চিমপাড়া বিলের মৎস্যঘেরে নিরাপত্তাকর্মী কুদ্দুস শেখকে হত্যা করা হয়। পরে তার লাশ গুম করার চেষ্টা করা হয়। এ ঘটনায় নিহত কুদ্দুস শেখের ভাতিজা বাদী হয়ে থানায় মামলা করেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন নিরাপত্তাকর্মী | হত্যা | মামলায় | খুলনায় | ৩ | জনের | যাবজ্জীবন