বড়াইগ্রামে মসজিদের ইমামতি নিয়ে দ্বন্দ্বে ৮ জন আহত

নাটোরের বড়াইগ্রামের ঢুলিয়া গ্রামে মসজিদের ইমামতি নিয়ে দ্বন্দ্বে ৮জন আহত হয়েছে। আহতদের বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধরার বিকেল ৪টায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢুলিয়া পশ্চিম পাড়া মসজিদের ইমামতি করেন বরাত আলী। তবে বুধবার ফজরের নামাজে বরাত আলীকে ইমামতি করতে না দিয়ে জোড় করে সুকচান আলী ইমামতি করেন। এতে মুল্লিদের মধ‍্য সমালোচনা শুরু হয়।

পরবর্তীতে সুকচান যহর নামাজের ইমামতি করতে না পারায় নামাজ না পড়েই চলে যায়। বিকেলে আসর নামাজের আগে দেশীয় অস্ত্র নিয়ে মুসুল্লিদের ওপর  অতর্কিত হামলা চালায় সুকচান সমর্থক লোকজন।

এ হামলার ঘটনায় ৮জন আহত হন। আহতের মধ‍্য দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এস আই কামারুজ্জান জানান, পরিস্থিতি শান্ত আছে এবং মামলার প্রস্তুতি চলছে।

মুনিয়া

Recommended For You