Connect with us

ফুটবল

গ্রানাডা ধাক্কায় ‘ডুবে গেলো’ বার্সার শিরোপাস্বপ্ন!

Published

on

গ্রানাডাকে হারালেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ ছিলো বার্সেলোনার। সেই লক্ষ্যে শুরুতে এগিয়ে গিয়েও শেষ দিকে ১৬ মিনিটের ব্যবধানে দুইবার বল জালে জড়িয়ে বার্সার শীর্ষস্থান দখলের স্বপ্নকে ‘অপূর্ণ স্বপ্নই’ বানিয়ে দিলো গ্রানাডা।

যদিও ম্যাচের শুরুটা এমন হবে দেখে মনেই হয়নি। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে হওয়া এই ম্যাচে গ্রানাডার রক্ষণে একের পর এক আক্রমন শানিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করে কাতালানরা।

গোলের দেখা পেতে কাতালানদের ২০ মিনিটেরও বেশি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। ম্যাচের ২৩তম মিনিটে লিওনেল মেসির করা গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ডি বক্সের বাম দিক থেকে গ্রীজম্যানের বাড়ানো বল একটু সামনে এগিয়ে নিয়ে দুরূহ কোন থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে উল্লাসে মাতেন এই ক্ষুদে জাদুকর।

প্রথমার্ধে বার্সার সামনে আরো অনেক সুযোগই আসে। কিন্ত ফরওয়ার্ডদের ব্যর্থতায় ব্যবধান বাড়ানো হয়নি ব্লগ্রানাদের। প্রথমার্ধের শেষে মেসির করা গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।
 
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় গ্রানাডা। ৬২তম মিনিটে ম্যাচিস গোল করে খেলায় সমতা ফেরান। এই গোলের দায় এড়াতে পারেন না বার্সার রক্ষণভাগের তারকা মিনগুয়েজা। তার পা থেকে বল ফসকে না গেলে হয়তো পুরো খেলার ফলই অন্যরকম হতে পারতো।

সমতায় ফিরে বার্সার উপর আরও চড়াও হয় গ্রানাডা। তার ফল ৭৮তম মিনিটে একেবারেই ফ্রি হেডারে টার স্টেগানকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে বুনো উল্লাসে মাতেন মোলিনা।

Advertisement

বাকি সময়ে অনেক চেষ্টা করেও জালের দেখা পায়নি বার্সা। যার ফলে শীর্ষে উঠার সুযোগ থাকলেও তা হেলায় হারিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

বার্সার এই পরাজয়ে এখন পর্যন্ত হওয়া ৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো অ্যাথলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা দুই দলেরই সংগ্রহ ৭১ পয়েন্ট।

এখনও অবশ্য বার্সার শিরোপাস্বপ্ন শেষ হয়ে যায়নি। অবশিষ্ট থাকা ৫ ম্যাচের সবগুলো জিতলে কোনরকম সমীকরণ মেলানো ছাড়ায় লা লিগার শিরোপা ঘরে তুলবে কাতালানরা। কিন্ত সে পথ পাড়ি দিতে পারবে তো বার্সা? কেননা পথটা যে বন্ধুর!

এএ

Advertisement
Advertisement

ফুটবল

দেখে নিন কোপার শীর্ষ চার দলের ম্যাচ সূচি

Published

on

ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ চার নিশ্চিত হয়ে গেছে। এরমধ্যে নিশ্চিত হয়েছে কোপা আমেরিকার শেষ চার। ব্রাজিল ও উরুগুয়ে এবং কলম্বিয়া ও পানামা ম্যাচের মধ্য দিয়ে মিলে গেছে সকল হিসাব। সেলেসাওদের টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে দিয়েছে কোপার ইতিহাসে যৌথভাবে সবচেয়ে সাফল্যধারী দল উরুগুয়ে।

উরুগুয়ে তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে কলম্বিয়াকে। পানামাকে ৫-০ গোলে একেবারে উড়িয়ে দিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। ফলে খুব সহজভাবেই সেমিফাইনালে যায় দলটি।

আর সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে জয় ছিনিয়ে নেয় লিওনেল মেসির দল। তাদের সামনে সেমিফাইনালের প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে কানাডাকে। ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে এসেছে কানাডা।

প্রথম সেমিফাইনালে আগামী ১০ জুলাই, বুধবার, সকাল ৬ ঘটিকায় কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর দ্বিতীয় সেমিফাইনালে আগামী ১১ জুলাই, বৃহস্পতিবার, সকাল ৬ ঘটিকায় মুখোমুখি হবে কলম্বিয়া ও উরুগুয়ে।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

দেখে নিন ইউরোর সেরা ৪ দলের ম্যাচ সূচি

Published

on

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ৪ সেমিফাইনালিস্ট দল নিশ্চিত হয়ে গেছে। শুরু হয়েছিল ২৪ টি দল নিয়ে। একে একে বিদায় নিয়েছে ২০ টি দল। সবশেষ ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড এবং তুরস্ক বনাম নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। এই দুই ম্যাচের জয়ী দুই দল ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। এর আগে স্পেন-জার্মানি ম্যাচ থেকে স্পেন এবং ফ্রান্স-পর্তুগাল ম্যাচ থেকে ফ্রান্স সেমি নিশ্চিত করে।

সেরা চার দল থেকে এবার সেরা দুইয়ে ওঠার লড়াই অর্থাৎ ফাইনাল। আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে দুইটি সেমিফাইনাল ম্যাচ। দু’টি ম্যাচই বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হবে।

আগামী ১০ জুলাই, জার্মানির মিউনিখে প্রথম সেমিফাইনালে মাঠে নামবে ফ্রান্স ও স্পেন। এরপর ১১ জুলাই, ডর্টমুন্ডে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও ইংল্যান্ড।

 

এম/এইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

ব্যর্থতার দায়ভার নিলেন ব্রাজিল কোচ

Published

on

ব্রাজিলের বিদায় বেলায় সকল দায় নিলেন কোচ দরিভাল জুনিয়র। কোয়ার্টার ফাইনালের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে গেছে ব্রাজিল। যেখানে ৪-২ গোলের ব্যবধান ছিল। ম্যাচের পুরো নব্বই মিনিট ছিল গোলশূন্য ড্র।

উরুগুয়ের দুর্দান্ত ফুটবল প্রদর্শনী দেখেছে দর্শকেরা। আর এদিকে ব্রাজিলের খেলায় নিভু নিভু ধারা টের পাওয়া গেছে। যদিও চেষ্টা করেছে সেলেসাওরা পুরো সময় জুড়ে, তবে লাভের লাভ কিছু হয়নি।

এই ম্যাচ শেষে ব্রাজিল কোচ দরিভাল বলেন, ‘এই ধরনের কাজে অনেক বেশি ধৈর্য দরকার হয়।’

তিনি আরও যোগ করেন, ‘আমি স্বীকার করছি এটা আশানুরূপ ফলাফল নয়। আমি এর পুরো দায়ভার নিজের কাঁধে নিচ্ছি। কিন্তু আমি এটাও মানি যে, এই দলের উন্নতির অনেক জায়গা রয়েছে।’

ব্রাজিল কোপা আমেরিকার ২০১৯ আসরের চ্যাম্পিয়ন এবং ২০২১ আসরের ফাইনালিস্ট দল ছিল।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত