ভারতে করোনা সংকটের মধ্যেই পালিত হচ্ছে ঈদ

বিশ্বের অনেক দেশের মত আজ পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে ভারতেও। করোনা মহামারির মধ্যে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয় দেশটির বিভিন্ন রাজ্যে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, এবার করোনার কারণে বেশ কিছু ঐতিহাসিক ঈদের জামাতে নামাজ আদায় বন্ধ রেখেছে ধর্মীয় সংগঠনগুলো। কলকাতার রেড রোডের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। আবার ৫০ জনের বেশি জামাতে অংশ নিতে পারেনি বড় জামাতেও। কারো স্বাস্থ্যঝুঁকি না বাড়ানোর জন্য সবাই সচেতনভাবে খুশির দিনকে এবার সচেতনতা ও সুস্থ থাকার ঈদ হিসাবে উদযাপন করছে।

কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনাসহ নদীয়া, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় ছোট ছোট ঈদের জামাতে এক কাতারে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে ধর্মপ্রাণ মুসল্লিরা। পৃথিবীতে করোনা সংকট থেকে মুক্তির জন্য রাব্বুল আলামিনের কাছে মাগফেরাত কামনা করে তারা।

এদিন নিজের বাড়িতে পরিজনদের নিয়ে ঈদের জামাতে শরিক হন কলকাতার মেয়র ও পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। নামাজ আদায় শেষে দুঃস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ করেন তিনি।

ফিরহাদ হাকিম বলেন, দেশজুড়ে চলমান মহামারিতে মহান সৃষ্টিকর্তার কাছে চাইলাম যাতে দ্রুত এই সংকট কাটিয়ে উঠতে পারি। সবাই যেন আবার আগের মতো মিলে মিশে ঈদের জামাতে অংশ নিতে পারি, নামাজ শেষে সৌহার্দ্যের আলিঙ্গন করতে পারি।

এদিকে, পবিত্র ঈদে রাজ্য ও ভারতের মুসলিম জনগোষ্ঠীর মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে ভারত ও বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি পবিত্র ঈদের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

 

এসএন

Recommended For You