লকডাউনের আড়ালে তারা ক্রাকডাউন দিয়েছে: মির্জা ফখরুল

সরকার 'লকডাউনের আড়ালে তারা ক্রাকডাউন দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

সোমবার (১৭ মে) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ফখরুল আরো বলেন, প্রণোদনার টাকা তারা নিজেরাই লুটপাট করে। 

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের কোনো ইচ্ছা নেই। করোনায় দুটি সুবিধা পায় সরকার। একটা হলো মানুষ যদি মরে যায় মরুক, আর অন্যটা হলো সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যখাতে বিরাট দুর্নীতির সুযোগ ।
     
মির্জা ফখরুল, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সরকারী লোকেরাই ঘটনা ঘটিয়েছে। পরে দায় চাপাচ্ছে বিরোধীদের উপর । বিরোধীদের গণগ্রেপ্তার করেছে।  ঈদের মধ্যেও জামিন দেয়া হয়নি।

করোনা মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মন্তব্য করেন ফখরুল। এতে  প্রমাণ হয়েছে বর্তমান সরকার ব্যর্থ । তারা শুধু দুর্নীতি ও লুটপাটের জন্য  জনগণকে দুর্ভোগে ঠেলে দিয়েছে। 

বিএনপি মহাসচিব বলেন, ‘ঈদে সরকার মাত্র তিনদিন ছুটি ঘোষণা করেছে। কিন্তু মানুষ থেমে নেই। দুর্ভোগের মধ্যে অতিরিক্ত টাকা খরচ করে মানুষ বাড়ি গেছে। ছুটি শেষে আবার তাড়াহুড়ো করে ঢাকা ফিরছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।’

Recommended For You