নাটোরে দেড় হাজার বছরের পুরোনো গঙ্গা মূর্তি উদ্ধার

নাটোরের লালপুরে একটি পুকুর সংস্কার করার সময় তিন ফুট দৈর্ঘের প্রায় দেড় হাজার বছরের পুরোনো একটি গঙ্গা মূর্তি বেরিয়ে এসেছে। 

মঙ্গলার উপজেলার চামটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মুর্তিটি দেখতে সাংবাদিক, উপজেলা প্রশাসন সহ শত শত লোকের আগমন ঘটে। 

স্থানীয়ভাবে মূর্তিটি শনাক্ত করা না গেলেও উপজেলা প্রশাসন মূর্তির ছবিটি মিউজিয়ামে শনাক্তের জন্য পাঠালে তারা এটিকে প্রায় দেড় হাজার বছরের পুরোনো গঙ্গা মূর্তি বলে জানান।

পুকুরের মালিক আব্দুল মান্নান জানান, সকালে লোকজন নিয়ে পুকুরটি সংস্কার কাজ করার এক পর্যায়ে কোদালে কোন ধাতব পদার্থের আঘাত লেগে শব্দ হয়। অতপর সেখানকার মাটি সাবধানে সরানো হলে উক্ত মূর্তিটি বেরিয়ে আসে। 

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার জানান, খবর পেয়ে আমরা সেখানে গিয়ে মূর্তিটি উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে এসেছি, এটির দৈর্ঘ তিন ফুট, প্রস্থ দেড় ফুট এবং ওজন ১৪৫ কেজি, মিউজিয়ামের ভাষ্য মতে এটি একটি দুর্লভ গঙ্গা মূর্তি। মূর্তিটি ডিসি অফিসে পাঠানো হবে।

এস

Recommended For You