আর্কাইভ থেকে ক্রিকেট

৩ ম্যাচ নিষিদ্ধ সাকিব, ৫ লাখ টাকা জরিমানা

৩ ম্যাচ নিষিদ্ধ সাকিব, ৫ লাখ টাকা জরিমানা

মাঠে অশোভন আচরণের জন্য জাতীয় দলের ক্রিকেটার এবং ঢাকা প্রিমিয়ার লিগের মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে সাকিবকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার (১২ জুন) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ কথা জানান বিসিবির সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ।

তিনি জানান, শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আবাহনীর বিপক্ষে মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান লেভেল ৩ পর্যায়ের অসদাচরণ করেছেন, তাও দু'বার। তাই তার ওপর নেমে এসেছে এ শাস্তি।

এর আগে মোহামেডান ক্লাবের এক কর্মকর্তা জানিয়েছিলেন, সাকিবকে চার ম্যাচের জন্য বহিষ্কার করা হতে পারে।

শুক্রবার (১১ জুন) ডিপিএলের ৪০ তম ম্যাচে একাধিক বির্তকিত কর্মকাণ্ড করেন সাকিব। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে অসদাচরণ করায় তাকে এ শাস্তি দেয়া হয়।

এলবিডব্লিউ আপিল করার পর আউট না পেয়ে স্ট্যাম্পে লাথি মারেন তিনি। পাশাপাশি আম্পায়ের সঙ্গে অশোভন আচারণও করেন এই স্পিনিং অলরাউন্ডার।

এ সম্পর্কিত আরও পড়ুন ৩ | ম্যাচ | নিষিদ্ধ | সাকিব | ৫ | লাখ | টাকা | জরিমানা