আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া, নিহত ২

ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া, নিহত ২
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরে উপকূলীয় এলাকায় ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ২ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে বলে বার্তাসংস্থা রয়টার্স থেকে এ তথ্য জানা যায়। ভূমিকম্পের ফলে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে। পানির লাইন ও বিদ্যুৎসংযোগেও বিঘ্ন ঘটেছে। প্রায় ৭৯ হাজারের মতো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, তুলনামূলকভাবে অগভীর ভূ-মকম্পনটি হামবোল্ট কাউন্টির ইউরেকা বন্দর থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে। হামবোল্ট কাউন্টি শেরিফ অফিসের তথ্য বলছে, কমপক্ষে ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ২ জনের মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক গ্রিড ট্র্যাকিং ওয়েবসাইট, পাওয়ার আউটেজ ডট ইউএস-এর মতে, ভূমিকম্পের ফলে পুরো হামবোল্ট কাউন্টিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রায় ৭৯ হাজার গ্রাহকের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয় ভূমিকম্পের ফলে।

এ সম্পর্কিত আরও পড়ুন ভূমিকম্পে | কাঁপল | ক্যালিফোর্নিয়া | নিহত | ২