আর্কাইভ থেকে ক্রিকেট

বন্ধুকে বিশ্বাস করে ৫৭ লাখ টাকা হারালেন যাদব

বন্ধুকে বিশ্বাস করে ৫৭ লাখ টাকা হারালেন যাদব
বন্ধুকে বিশ্বাস করে প্রতারণার শিকার হয়েছেন ভারতীয় পেসার উমেশ যাদব। বন্ধুর কাছে প্রতারিত হয়ে নিজেই অভিযোগ করেছেন পুলিশের কাছে। যাদবেরর নামে একটি জমি কেনার জন্য তার থেকে টাকা নিয়েছিলেন তার ম্যানেজার বন্ধু। সে প্লট কিনলেও সেটি নিজের নামে লিখিয়ে নেন। বিষয়টি জানতে পেরে বন্ধুর কাছে টাকা ফেরত চান উমেশ। কিন্তু টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায় তার সেই বন্ধু।   পিটিআইয়ের এক প্রতিবেদনে জানা যায়, নাগপুরে জমি কিনে দেওয়ার কথা বলে উমেশ যাদবের কাছ থেকে ৪৪ লাখ রুপি বাংলাদেশি টাকায় যা প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাৎ করেছে তার বন্ধু।   আরও পড়ুনঃ নাসিম শাহ তুমি কার! উমেশের লিখিত অভিযোগ থেকে জানা যায়, তিনি জাতীয় দলে সুযোগ পাবার পর ২০১৪ সালের ১৫ জুলাই বন্ধু শৈলেশকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন। সে সময় শৈলেশ বেকার ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি উমেশের আস্থা অর্জন করে নেন। শৈলাশ তার যাবতীয় আর্থিক বিষয়াদির দেখাশোনা করতেন। উমেশের ব্যাংক অ্যাকাউন্ট, আয়কর এবং অন্যান্য আর্থিক কাজের দায়িত্ব ছিল শৈলেশর হাতে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, নাগপুরের বাসিন্দা শৈলেশ ঠাকরে নামের ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আরও পড়ুনঃ পরাজয় দিয়ে ‘মিশন হেক্সা’ শুরু আর্জেন্টিনার

এ সম্পর্কিত আরও পড়ুন বন্ধুকে | বিশ্বাস | করে | ৫৭ | লাখ | টাকা | হারালেন | যাদব