আর্কাইভ থেকে এশিয়া

মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় খু ন হলেন বাবা

মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় খু ন হলেন বাবা
মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করেছিলেন বাবা। প্রতিবাদ করায় বেধড়ক মারা হয় তাকে। মারের চোটে মৃত্যু হলো বাবার। নিহতের বয়স ৩৫ বছর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের শ্যামপুরের নস্করপুরে। নিহতের পরিবারের দাবি, মেয়ে পড়তে গিয়েছিল। সাইকেল নিয়েই গিয়েছিল। প্রাইভেট পড়ে যখন সাইকেল করে ফিরছিল, সেই সময় পাড়ারই এক ব্যক্তি তার পথ আটকে শ্লীলতাহানি করার চেষ্টা করে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বাবা। মেয়ের অসম্মানের প্রতিবাদ করেন। এরপরই ওই বাবার উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাকে বেধড়ক মারধর করে তিনজন ব্যক্তি। মারধরের চোটে গুরুতর আহত হন বাবা। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে শ্যামপুরের একটি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তারপরই শ্যামপুর থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কিল্টন বাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অপর দুই অভিযুক্ত টিটন বাগ ও শান্তনু হাপর পলাতক রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন মেয়ের | শ্লীলতাহানির | প্রতিবাদ | করায় | খু | ন | বাবা