আর্কাইভ থেকে ক্যাম্পাস

ইবিতে দ্বিতীয় দফায় গণবিজ্ঞপ্তি প্রকাশ!

ইবিতে দ্বিতীয় দফায় গণবিজ্ঞপ্তি প্রকাশ!
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের এখনো প্রায় এক চতুর্থাংশ আসন খালি রয়েছে। এসব আসন পূর্ণ করতে দ্বিতীয় দফায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তবুও আসন পূর্ণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। প্রথম গণবিজ্ঞপ্তির ভর্তি শেষে ও গতবছরের পরিসংখ্যানের ভিত্তিতে এমনটিই মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও অনেক বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে আসন খালি রেখেই ভর্তি কার্যক্রম স্থগিত করেছে। ফলে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায়কে ‘কাঠগড়া’য় দাঁড় করিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।   তাদের মতে, গুচ্ছ সবকিছুকে তুচ্ছ করে দিয়েছে। দুইবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করেও শিক্ষার্থী খুঁজে না পাওয়া সত্যিই দুঃখজক। বারবার মেধাতালিকা প্রকাশ ও গণবিজ্ঞপ্তির কারণে এখানে মেধার সঠিক মূল্যায়ন হচ্ছে না। গুচ্ছ প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কলঙ্ক বয়ে এনেছে। তারা একক পদ্ধতিতে ফিরে এসে ভর্তি কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যলয়ের মান ফেরাতে চেয়ে রয়েছেন প্রশাসনের দিকে।   রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে, দশম মেধা তালিকার চূড়ান্ত ভর্তি শেষে ২০২০টি আসনের মধ্যে এখনো ৪৮১ আসন খালি রয়েছে। এর মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থীদের ইউনিটে (এ ইউনিট) সর্বোচ্চ ফাঁকা রয়েছে (৩৫৪ জন)। এছাড়া ‘বি’ ইউনিটে ৮১ ও ‘সি’ ইউনিটে ৪৬টি আসন খালি রয়েছে। এসব আসন পূরণের লক্ষ্যে দ্বিতীয় দফায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এর আগে সপ্তম মেধাতালিকার ভর্তি শেষে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। গণবিজ্ঞপ্তির ভিত্তিতে প্রকাশিত অষ্টম তালিকার ভর্তি শেষেও ৪০৮ আসন খালি ছিল।   রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, ‘এ’ ইউনিটে ১৫৫৭-৯১৭৫, ‘বি’ ইউনিটে ২৬৩-৩৫০০ এবং ‘সি’ ইউনিটে ৫৮৬-২০০০ সিরিয়াল পর্যন্ত যারা শিক্ষার্থীদের ডাকা হয়েছে। তাদের ৮-৯ ফেব্রুয়ারি সশরীরে বিশ্ববিদ্যলয়ে উপস্থিত হয়ে ভর্তির প্রকাশ করতে হবে। তাদের মধ্যে বিষয় বরাদ্দ দিয়ে ১০ ফেব্রুয়ারি ১১তম মেধা তালিকা প্রকাশিত হবে। বিষয় বরাদ্দ পাওয়ার পর ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে এসে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।   এদিকে প্রথম গণবিজ্ঞপ্তি প্রকাশের পর ১৫-১৬ জানুয়ারি ভর্তির জন্য আগ্রহ প্রকাশকারীদের কেউ বিষয় বরাদ্দ না পেয়ে থাকলে তাদেরকেও উপরোক্ত সময়ে উপস্থিত হয়ে ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করতে বলা হয়েছে। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশিকা মেনে ভর্তি সম্পন্ন করতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন ইবিতে | দ্বিতীয় | দফায় | গণবিজ্ঞপ্তি | প্রকাশ