খেলাধুলা

নাটকীয়তায় শেষ দ্বিতীয় সেশন, পাকিস্তান হারালো ৪ উইকেট

স্পোর্টস ডেস্ক

নাটকীয়তায় শেষ হলো দ্বিতীয় সেশন!

৫৩তম ওভারে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান মুশফিকুর রহিম। ফিজিওর সাহায্যে প্রাথমিক চিকিৎসা পেয়েছেন। তবে মাঠে আর থাকা হয়নি তার। মুশফিকের ব্যাপারে সবশেষ আপডেট এখনো জানা যায়নি। চোট কতটা গুরুতর, তা জানা গেলে পরের ইনিংস নিয়ে ধোঁয়াশা কেটে যাবে।

সাকিব আল হাসানের দুর্দান্ত এক ডেলিভারিতে ফিরেছেন বাবর আজম। ৭৭ বলে ৩১ রান করা বাবর সাকিবের নিচু হয়ে যাওয়ার বল বুঝে উঠতে পারেননি। স্পিনার সাকিবের কড়া আবেদনে আম্পায়ার সাড়া দিতেও খুব একটা সময় নেননি। সাকিব দ্বিতীয় বলে বাবরকে ফেরানোর পর পঞ্চম বলে আবার সুযোগ আসে।

সেই সুযোগ মিস করেন শর্ট লেগে দাঁড়ানো ফিল্ডার জাকির হাসান। হতাশায় বসে পড়েন সাকিব। আগা সালমানকে ফেরানোর সুযোগটা হারিয়ে বসে বাংলাদেশ। পরের ওভার করেন হাসান মাহমুদ, সেই ওভারের মধ্য দিয়ে শেষ হয় দ্বিতীয় সেশন।

এর আগে শান মাসুদ, সাইম আইয়ুব ও সৌদ শাকিল ফিরেছেন একই সেশনে। মাসুদ ৫৭ রানে, সাইম ৫৮ রানে ও শাকিল ফিরেছেন ১৬ রানে।

বাংলাদেশের পক্ষে বল হাতে তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ২ টি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন নাটকীয়তায় | শেষ | দ্বিতীয় | সেশন | পাকিস্তান | হারালো | ৪ | উইকেট