রাসিকের ৩০টি ওয়ার্ডে করোনার ফ্রি রেজিষ্ট্রেশন ও ভ্যাকসিন দেয়া হবে

আগামী ২৬ জুলাই থেকে রাজশাহী নগরীর ৩০টি ওয়ার্ডে ফ্রি টিকার রেজিস্ট্রেশন ও ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হবে।

রোববার দুপুরে নগর ভবনের সভা কক্ষে কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভায় এ কার্যক্রমের বিষয়টি জানান রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

তিনি বলেন, ওয়ার্ড কার্যালয়ের বর্তমান সেবার সাথে করোনার টিকা রেজিস্ট্রেশন ও টিকাদান কার্যক্রম যুক্ত করা হচ্ছে। এজন্য ৩০টি ওয়ার্ডে প্রশিক্ষণ দিয়ে জনবল প্রস্তত করা হচ্ছে।

তিনি আরও বলেন, ৩৫ বছরের উর্ধ্বে সকল নাগরিক ও সম্মুখসারীর বিভিন্ন ক্যাটাগরির ব্যক্তিরা জাতীয় পরিচয়পত্রসহ ওয়ার্ড কার্যালয়ের নির্ধারিত স্থানে এসে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন শেষে ওয়ার্ড পর্যায়ে সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে তাদেরকে টিকা দেয়া হবে। আমরা রাজশাহী মহানগরীর সকল নাগরিককে ভ্যাক্সিনেশনের আওতাভুক্ত করতে চাই।

এসময় রাজশাহীর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান তালুকদারসহ রাসিকের ৩০টি ওয়ার্ডের কাউন্সলররা উপস্থিত ছিলেন।

মুনিয়া

সাহরি ও ইফতারের সময়সূচি
৬ রমজান | ১৭ মার্চ বুধবার

Recommended For You