আর্কাইভ থেকে দেশজুড়ে

সংবিধানের আলোকেই সবসময় নির্বাচন হবে : আইনমন্ত্রী

সংবিধানের আলোকেই সবসময় নির্বাচন হবে : আইনমন্ত্রী
বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। আওয়ামী লীগ সরকার গণতন্ত্র বিশ্বাস করে বলেই এই দেশে গণতন্ত্র স্থাপন করেছে। শেখ হাসিনা বাংলাদেশকে রক্ত দিয়ে ভালবাসেন। বাংলাদেশের সংবিধান পুনরুজ্জীবিত করেছেন। আর সেই সংবিধানের আলোকেই সবসময় নির্বাচন হবে। বললেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আইনমন্ত্রী নেত্রকোনার মোহনগঞ্জ পৌর মিলনায়তনে একটি গ্রন্থের মোড়ক ও পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, স্বাধীনতা কারও ব্রডকাস্টে আসে নাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন। আর সেই ডাকে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আমরা মুক্তিযুদ্ধের কথা বলে যাবো। আমরা বাংলাদেশের কথা বলে যাবো। যা হবার হবে। আনিসুল হক বলেন, নতুন প্রজন্মদের ইতিহাস জানার জন্য ‘মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ : মহেশখলা ইয়ুথ ক্যাম্প ও ডা. আখ্লাকুল হোসাইন আহমেদ’ শীর্ষক বই পড়ার আহ্বান জানান। প্রসঙ্গত, ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ওবায়দুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অসীম কুমার উকিল। এএম

এ সম্পর্কিত আরও পড়ুন সংবিধানের | আলোকেই | সবসময় | নির্বাচন | হবে | | আইনমন্ত্রী