কাবুল ছাড়া সব গুরুত্বপূর্ণ শহর তালেবানের দখলে

আফগানিস্তানের রাজধানী কাবুল ছাড়া সব গুরুত্বপূর্ণ শহর দখল করেছে তালেবান। সবশেষ আজ রোববার সকালে জালালাবাদের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। গতকাল শনিবার মাজার-ই-শরিফ শহরের দখল নেয় সশস্ত্র গোষ্ঠিটি। উত্তর আফগানিস্তানের ওই শহরটিতে আফগান সরকারের শক্ত নিয়ন্ত্রণ ছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তালেবানবিরোধী ঘাঁটি হিসেবে পরিচিত শহর মাজার-ই-শরিফ বেহাত হওয়ায় বড় ধরনের ধাক্কা খেয়েছে আফগান সরকার। এবার জালালাবাদের নিয়ন্ত্রণ হারিয়ে তা চূড়ান্ত পর্যায়ে চলে গেল।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর থেকেই ক্ষিপ্র গতিতে একের পর এক আফগান শহর দখল করে নিচ্ছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। কয়েকদিন আগেও মাজার-ই-শরিফে সেনাবাহিনীর একটি র‍্যালিতে যোগ দিতে যান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এরই মধ্যে দেশটির বেশিরভাগ অঞ্চল তালেবানের দখলে চলে গেছে। রাজধানী কাবুলের কাছের অবস্থানেও পৌঁছে গেছে তালেবান যোদ্ধারা।

মাজার-ই-শরিফের গুরুত্বপূর্ণ দুই মিলিশিয়া নেতা আত্তা মোহাম্মদ নূর ও আব্দুর রশিদ দোস্তুম পালিয়েছেন বলে জানা গেছে। একইসঙ্গে, মাজার-ই-শরিফ ছেড়ে গেছে আফগান সেনাবাহিনীর গাড়িবহর।

এদিকে, শনিবার আফগানিস্তানে পাঁচ হাজার সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটিতে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সুষ্ঠুভাবে ও নিরাপদে ফিরিয়ে আনতেই সেনা মোতায়েনের কথা বলা হয়েছে। এরই মধ্যে কাবুলে পৌঁছেছে মার্কিন সেনারা। পাঁচ হাজার সেনার মধ্যে এক হাজার ৮২তম বৈমানিক বিভাগের সেনা থাকার কথা।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, কাতারে তালেবানের প্রতিনিধিদের তার প্রশাসন জানিয়ে দিয়েছে, মার্কিন নাগরিকদের ওপর কোনো ধরনের হামলা হলে দ্রুততার সঙ্গে সামরিক পন্থায় জবাব দেবে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, আজ রোববার আফগানিস্তান ছাড়ছেন ব্রিটিশ রাষ্ট্রদূত। নাগরিকদের নিরাপদে আফগানিস্তান থেকে ফিরিয়ে আনতে ৬শ’ সেনা পাঠিয়েছে ব্রিটিশ সরকার।

 

এসএন

Recommended For You