ইতিহাস গড়েই ইউএস ওপেনে স্বপ্নপূরণ রাদুকানুর

ইউএস ওপেন টেনিসের নারী এককের শিরোপা জিতে রেকর্ড গড়লেন, যুক্তরাজ্যের এমা রাদুকানু।  ফাইনালে সরাসরি সেটে তিনি হারিয়েছেন, লেইলাহ ফার্নান্দেজকে। ইতিহাস তো গড়েই ফেলেছেন ১৮ বছর বয়সী এই কিশোরী।

এক ঘন্টা ৫১ মিনিটের লড়াইয়ে রাদুকানু জয় তুলে নিয়েছেন, ৬-৪ ও ৬-৩ গেমে। যে কোনো গ্র্যান্ড স্ল্যামে মেয়েদের এককে প্রথম খেলোয়াড় হিসেবে কোয়ালিফাইং খেলে আসা প্রথম বিজয়ী এই ব্রিটিশ কন্যা। ১৮ বছর বয়সী রাদুকানু ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন মারিয়া সারাপোভার পর সবচেয়ে কম বয়সী হিসেবে। ২০০৪ সালে ১৭ বছর বয়সে প্রথম উইম্বলডন জেতেন সারাপোভা। 

ইউএস ওপেনের শিরোপ জয়ের পথে বাছাইপর্বসহ মোট ১০ ম্যাচের একটি সেটেও হারেননি টেনিসের এই নতুন রাণী।  বাছাইপর্ব পেরিয়ে এসে যে শিরোপা জেতার ইতিহাস ইউএস ওপেন টেনিসের ১৪০ বছরের ইতিহাসে নেই একটিও!

Recommended For You