অবশেষে নীরবতা ভাঙলেন ক্ষমাও চাইলেন প্রিয়াঙ্কা

ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন বলিউডের চেয়ে হলিউডেই বেশি ব্যস্ত থাকেন। কিন্তু এবার একটি হলিউড প্রজেক্ট নিয়েই বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। 

সিবিএস চ্যালেনে ‘দ্য অ্যাক্টিভিস্ট’ নামে একটি শো-তে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু এই শো নিয়ে তৈরি হয় বিতর্ক। অবশেষে এটি নিয়ে নীরবতা ভাঙলেন তিনি। পাশাপাশি ভক্তদের কাছে ক্ষমাও চাইছেন এই অভিনেত্রী।

‘দ্য অ্যাক্টিভিস্ট’ শোয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, এতে অনুপ্রেরণা দেবেন এমন ৬ জন সমাজকর্মী থাকবেন। তারা আবার মার্কিন গায়ক উশার (শোয়ের সঞ্চালক), প্রিয়াঙ্কা চোপড়া এবং জুলিয়ান হাফের সঙ্গে মিলে টিম তৈরি করবেন। কিন্তু ঘোষণার পর থেকেই এটি নিয়ে বিতর্ক তৈরি হয়। অনেকে এই শো নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ দাবি করেন— সস্তা বিনোদনে পরিণত হচ্ছে এটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘এই শোয়ে আমার অংশগ্রহণ আপনাদের অনেককে হতাশ করেছে, সেকারণে দুঃখিত।’

এদিকে ‘দ্য অ্যাক্টিভিস্ট’ শো-এর ফরম্যাটে পরিবর্তনের ঘোষণা এসেছে। প্রতিযোগিতামূলক শোয়ের পরিবর্তে এটি এককালীন ডকুমেন্টারি হিসেবে প্রচার হবে। 

প্রিয়াঙ্কা বলেন, ‘আমি জেনে খুশি হয়েছি, এই নতুন ফরম্যাটে গল্পগুলো তুলে ধরা হবে এবং আমি এই শোয়ের অংশ। যারা জনগণের সঙ্গে সংযোগ রেখে চলেন, কখন থামতে হবে, কখন শুরু করতে হবে এবং পুনর্মূল্যায়ন করতে হবে সেটা তারা জানেন, তাদের সহযোগিতা করতে পেরে গর্বিত।’

সমাজকর্মীদের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘বিশ্বব্যাপী সমাজকর্মীদের সম্প্রদায় রয়েছে, যারা প্রতিদিন তাদের রক্ত, ঘাম এবং চোখের জল ফেলে লড়াই করছেন। তাদের কাজ খুবই গুরুত্বপূর্ণ এবং তারা স্বীকৃতি পাওয়ার যোগ্য। আপনারা যা করছেন তার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।’ 

এস  

Recommended For You