Connect with us

ঢাকা

নিজের মোটরসাইকেলে আগুন দিলেন যুবক

Avatar of author

Published

on

মোটরসাইকেলে

মাদারীপুরের শিবচর উপ‌জেলায় মহাসড়কের ওপর নিজের মোটরসাইকেলে ক্ষুব্ধ হয়ে আগুন ধরিয়ে দিয়েছেন এক যুবক।

মোটরসাইকেল মালিকের নাম সোহেল শেখ। তিনি শিবচর উপজেলার তালতলা এলাকার আব্দুল গনি শেখের ছেলে।

গেলো শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে শিবচরের পাঁচ্চর এলাকায় ঢাকা-ভাঙ্গা বঙ্গবন্ধু মহাসড়কের ওপরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিবচরের ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এলেও ততক্ষণে মোটরসাইকেলটি পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ওসি আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জল।

সোহেল শেখ বলেন, ‘নানাবাড়ি টেকেরহাটে যাওয়ার জন্য টিভিএস অ্যাপাচি ফোর-ভি মডেলের মোটরসাইকেলটি নিয়ে নিজ বাড়ি থেকে রওনা হই। পথে পাঁচ্চর এলাকায় মোটরসাইকেলটির স্টার্ট বন্ধ হয়ে যায়। একাধিকবার চেষ্টা করেও যখন স্টার্ট দিতে ব্যর্থ হই, তখন এক প্রকার ক্ষুব্ধ হয়েই বাহনটিতে আগুন ধরিয়ে দিই।’

Advertisement

তি‌নি ব‌লেন, ‘বাইকটি আমি ২ লাখ ৫ হাজার টাকা দিয়ে কিনেছি। মহাসড়কে একবার উঠলে নির্ধারিত স্থান ছাড়া বের হওয়ার কোনো সুযোগ নেই। নষ্ট বাইকটি নিয়ে সামনের দিকে ১২ কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে মহাসড়ক থেকে বের হতে হবে। এমন পরিস্থিতিতে মনের কষ্টে এ ঘটনাটি ঘটাই।’

সোহেলের ছোট ভাই রফিকুল জানান, বেশ কয়েক দিন ধরে তার ভাই পারিবারিক কলহের কারণে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। হয়তো রাগ সামলা‌তে না পে‌রে এমন ঘটনা ঘ‌টি‌য়ে‌ছেন। এটা তার ব্যক্তিগত ব্যাপার।

ওসি আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জল বলেন, ‘আমরা পোড়া মোটরসাইকেলটি উদ্ধার করেছি। বাইকার নি‌জেই আগুন দি‌য়ে‌ছেন।’

Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

ঢাকা

ক্যাসিনো ডন সেলিমের বিরুদ্ধে আড়ত ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ

Published

on

ক্যাসিনো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনলাইন ক্যাসিনো ডন, মানি লন্ডারিং কাণ্ডের সাজাপ্রাপ্ত আসামী সেলিম প্রধান জোর পূর্বক ও হুমকি ধামকি দিয়ে আড়ত ব্যবসায়ীদের কাছ থেকে আদায়কৃত দুই কোটি টাকা চাঁদা ফেরত ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন বিসমিল্লাহ আড়ৎ নামে একটি পাইকারী বাজারের ব্যবসায়ীরা।

রোববার (২৬ মে) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার বিসমিল্লাহ আড়তের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনের ব্যবসায়ীরা অভিযোগ করে জানান,তারা ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর ক্যাসিনো ডন ও মানি লন্ডারিং মামলার সাজাপ্রাপ্ত আসামী সেলিম প্রধানের কাছ থেকে আড়তের প্রায় ১৬ বিঘা জমি ভাড়া নেন ব্যবসায়ী মজিবুর রহমান। বিঘায় ৫০ হাজার টাকা  প্রতিমাসে জমির ভাড়া দিয়ে আসছেন ৮ লাখ টাকা।

এছাড়া বায়নাসহ ডোবা ও নিচু এসব জমি ভরাট করে সাড়ে ৩’শ দোকান নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ১০ কোটি টাকা। সেলিম প্রধান জেল থেকে ছাড়া পেয়ে প্রভাব খাটিয়ে আড়তের ব্যবসায়ীদের হুমকি-ধামকি ও জোরপুর্বক প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেয়। শুধু তাই নয়, তার গুন্ডা বাহিনী দিয়ে আড়ত দখলের পায়তারা করে আসছেন। তার জন্য আড়তের সকল ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে জোর পূর্বক ও হুমকি ধামকি দিয়ে আড়ত ব্যবসায়ীদের কাছ থেকে আদায়কৃত দুই কোটি টাকা চাঁদা ফেরত ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন।

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢাকা

মারা গেছেন সাবেক বিচারপতি আনোয়ার উল হক

Published

on

সাবেক-বিচারপতি-আনোয়ার-উল-হক

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি আনোয়ার উল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (২৫ মে) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাবেক এই বিচারপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান। তিনি বলেন, রোববার (২৬ মে) বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে মরহুম বিচারপতি আনোয়ারের জানাজা হবে।

 

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢাকা

ধানমণ্ডি-মিরপুর সড়কে হকারদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

Published

on

ধানমণ্ডি-মিরপুর-সড়কে-হকারদের-বিক্ষোভ

ধানমণ্ডি এলাকায় হকারদের বসতে না দেয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। রোববার (২৬ মে) সকাল সাড়ে ১০টা থেকে ধানমণ্ডি-মিরপুর সড়কে অবস্থান করছেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম।

তিনি জানান, তাদের উচ্ছেদ করা হয়েছিল। ধানমণ্ডির বিভিন্ন জায়গায় তারা বসতো। তাদের সকালে বসার সময় দেয়া হলেও তারা তা মানেনি। অন্য সময়গুলোতেও বসতে চায়। এখন তারা সড়ক অবরোধ করছে।

জানা গেছে, হকাররা ধানমণ্ডির মেট্রোশপিং মলের সামনের সড়কে অবস্থান করছেন। তারা বিক্ষোভ করছে। তাদের দাবি— ধানমণ্ডি এলাকায় বাধাহীনভাবে বসতে দিতে হবে। কিন্তু সম্প্রতি পুলিশ নগরীর মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে হকারদের যত্রতত্র বসতে দিচ্ছে না।

হকারদের সড়ক অবরোধের ঘটনায় যান চলাচলে বিঘ্ন হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন শতশত অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া মানুষজন। নিউ মার্কেট থেকে আসাদগেট যাওয়া ও আসার সড়ক বন্ধ হয়ে গেছে। কোনো যানবাহন চলছে না। বাধ্য হয়ে লোকজন পাঁয়ে হেটে গন্তব্যে রওনা হচ্ছেন।

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত