স্বামীর কাছে যেতে বাধা দেয়ায় মেয়ের হাতে বাবা খুন

সাবেক স্বামীর বাড়ি যেতে চান নাটোরের সিংড়া উপজেলার বাক ও শ্রবণপ্রতিবন্ধী কোহিনুর বেগম। এ সময় বাবা যেতে বাধা দেওয়ায় প্রতিবন্ধী মেয়ের লাঠির আঘাতে বৃদ্ধ বাবা নিহত হন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া শেরকোল গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধ বাবার নাম মো. শামসুল ইসলাম তালুকদার (৬০)। তিনি আগপাড়া শেরকোল গ্রামের মৃত চাঁন তালুদারের ছেলে। তবে ঘটনার পর থেকে মেয়ে কোহিনুর বেগম পলাতক রয়েছেন।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, বৃদ্ধ কৃষক শামসুল তালুকদার তার প্রতিবন্ধী মেয়ে কোহিনুর বেগমকে পার্শ্ববর্তী লালোর ইউনিয়নে বিয়ে দেন। সেখানে দুই বছর স্বামীর সংসার করার পর গত শুক্রবার সেই মেয়ের পারিবারিক সম্মতিতে বিবাহবিচ্ছেদ হয়।

কিন্তু প্রতিবন্ধী মেয়ে তার সাবেক স্বামীর বাড়িতে ফিরে যেতে চাইলে তার বাবা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেয়ে কোহিনুর বেগম বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মেয়েটি বাক ও শ্রবণপ্রতিবন্ধী। তবে তাকে আটকের চেষ্টা  চলছে।

Recommended For You