Connect with us

ক্রিকেট

আইসিসি ট্রফি বিজয়ের ২৪ বছর পূর্তি আজ

Avatar of author

Published

on

বাংলাদেশের ক্রিকেটে ঐতিহাসিক স্বর্ণালী দিন। ১৯৯৭ সালের আজকের এই দিনে স্বপ্নীল আইসিসি ট্রফি জিতেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২৩ বছর পূর্ণ করে সাফল্যের ২৪ বছরে পা দিলো। ওই এক ট্রফি পাল্টে দেয় বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ। ক্রিকেটে অসংখ্য জয় এসেছে, ধরা দিয়েছে সাফল্য। কিন্তু কুয়ালালামপুরে কেনিয়ার বিপক্ষে জয়টা এখনো সবকিছুকে ছাড়িয়ে মনে করেন সাবেকরা।

কুয়ালালামপুরের তেনাগা স্পোর্টস কমপ্লেক্স, (১২ এপ্রিল) ১৯৯৭। আইসিসি ট্রফির ফাইনাল ম্যাচে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেন কেনিয়ান অধিনায়ক মরিস ওদুম্বে। ফাইনালে খেলা দু’দলই ১৯৯৯ আইসিসি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে যাওয়ায়, আপাত দৃষ্টিতে গুরুত্বহীন ছিলো ম্যাচটি। কিন্তু মর্যাদার প্রশ্নে আপোষহীন দু’দল।

একটা ম্যাচ বদলে দিলো দেশের ক্রীড়াঙ্গনের গতিপথ। একটা জয়ে শুরু ক্রিকেট রেনেসাঁর। ১৯৯৭ আইসিসি ট্রফির ফাইনালের স্মৃতিতে তাই ধুলো জমেনা। অমর, অক্ষয় হয়ে বেঁচে থাকে ক্রিকেটপ্রেমীদের মানসপটে।

ঠিক আগের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে নিশ্চিত হয়েছিল ১৯৯৯ বিশ্বকাপের টিকিট। যে আসরের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট, প্লেয়ার অব দ্য ফাইনাল সব কেনিয়ার, শুধু ট্রফিটা জিতে নিয়েছিল বাংলাদেশ, সঙ্গে কোটি ভক্তের হৃদয়ে ক্রিকেট নামের উপাখ্যান। নেপথ্যে আছে সীমাহীন ত্যাগ আর অফুরান মানসিক শক্তির গল্প।

আইসিসি ট্রফি জয়ী ক্রিকেটার আতহার আলী খান বলেন, আসলে প্রচন্ড পরিশ্রম করেছিলাম আমরা। প্রচন্ড কষ্ট করেছি, প্রচন্ড ধৈর্য্য ছিল, প্রচন্ড সাহস ছিল এবং প্রচন্ড বিশ্বাস ছিল।

Advertisement

আইসিসি ট্রফি জয়ী ক্রিকেটার নাঈমুর রহমান বলেন, আমার বাবা চিকিৎসার জন্য যান ভারতে। সেখানে ওনার ওপেন হার্ট সার্জারি হয়। আমার খেলায় যাতে ফোকাস থাকে সেজন্য এতবড় একটা জিনিস আমাকে কেউ জানায়নি। আইসিসি ফাইনালের ম্যাচটা ফুটবলকে ছাপিয়ে জনপ্রিয় খেলার আসনের বসিয়েছিল ক্রিকেটকে, এখনো যা অব্যাহত।

আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান বলেন, ফুটবল ছাড়া বাংলাদেশে অন্য খেলার তেমন পরিচিতি ছিল না। এখন যেমন হকি বা অন্য খেলা ঠিক ক্রিকেটটাও কিন্তু ওরকম ছিল। কিন্তু আমরা আইসিসি জয়ের পর পুরো ব্যাপারটা টার্ন করে ক্রিকেট নাম্বার ওয়ান স্পট হয়ে যায় বাংলাদেশে।

প্রসঙ্গত, ১৯৯৭ থেকে ২০২৩। শৈশব, কৈশোর পেরিয়ে এখন অনেক পরিণত দেশের ক্রিকেট।

 

 

Advertisement
Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

ক্রিকেট

পন্টিংদের কোচ হওয়ার প্রস্তাব দেয়নি বিসিসিআই, জানালেন জয় শাহ

Published

on

জাতীয় দলের জন্য প্রধান কোচ খুঁজছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সম্প্রতি শোনা যায়, রিকি পন্টিংকে প্রস্তাব দিয়েছিল ভারতীয় বোর্ড। যা পন্টিং নিজেই আলোচনা করেছেন আইসিসি রিভিউ’তে। এই পাত্রে নাম উঠেছিল জাস্টিন ল্যাঙ্গারের। তবে বিসিসিআই সেক্রেটারি দিয়েছেন নতুন খবর। জানিয়েছেন, কোনো সাবেক অস্ট্রেলিয়ানকে কোচ হওয়ার প্রস্তাব দেয়নি তারা।

ভারতের বর্তমান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন রাহুল দ্রাবিড়। তার দায়িত্ব শেষ হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে। সেই দায়িত্ব শেষে আর নতুন করে কোচ হিসেবে আসবেন না তিনি। তাই নতুন কোচের খোঁজ করছে বিসিসিআই।

সম্প্রতি পন্টিং জানিয়েছেন, তাকে ভারতীয় বোর্ড কোচ হওয়ার প্রস্তাব দেয়। তবে তার বর্তমান অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না এই দায়িত্ব। ফলে এখন জাতীয় দলে কোচ হয়ে আসবেন না তিনি। এদিকে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানান, “আমি অথবা বিসিসিআই কেউ কোন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে কোচ হওয়ার জন্য বলিনি।”

পন্টিং ও ল্যাঙ্গার দুজনেই আইপিএলে প্রধান কোচের দায়িত্বে ছিলেন। পন্টিং দিল্লি ক্যাপিটালসের হয়ে, অন্যদিকে ল্যাঙ্গার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে। এরমধ্যে গৌতম গম্ভীরকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল বিসিসিআই। যিনি কোলকাতা নাইট রাইডার্সে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

ধোনির খেলা বন্ধ করার কোনো কারণ নেই: কাইফ

Published

on

মহেন্দ্র সিং ধোনি আরো কিছুদিন খেলে যাবেন, এমন দেখার আশা অনেকের। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ধোনিকে দেখতে যেন সবার আনন্দ। ভারতের জার্সিতে যেহেতু আর সুযোগ নেই। সেই সময়টা পেরিয়ে এসেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এবার ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ জানালেন ধোনির বিষয়ে তার অভিব্যক্তি।

আইপিএলের চলতি মৌসুম খেলেছেন ধোনি। দলের যাওয়া হয়নি প্লে-অফে। যদিও একেবারে কাছাকাছি গিয়েছে চেন্নাই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি জিতলেই হয়ে যেত। তেমনটি হয়নি বলেই আপাতত ধোনিকে নিয়েই যত আলোচনা। এই আসর তো শেষ, আগামী আসর খেলা হবে তো?

পিটিআই প্রকাশিত একটি ভিডিওতে কাইফ বলেছেন, “কেন সে ফিরে আসবে না? সে ফিট আছে, সে রান করছে, ছক্কা হাঁকাচ্ছে এবং কোনো কারণ নেই তার খেলা বন্ধ করার। এটা তার উপরই নির্ভর করছে। আমরা ধোনির পরিকল্পনা বলতে পারি না।“

সম্প্রতি চেন্নাই এর প্রধান নির্বাহী কথা বলেছেন ধোনির বিষয়ে। তিনি জানিয়েছেন, ধোনি পরের মৌসুম চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন বলে তারা ‘খুব খুব’ আশাবাদী।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন জিরু

Published

on

ফ্রান্স জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন অলিভিয়ের জিরু। ২০২৪ ইউরো শেষে জাতীয় দল থেকে বিদায় নিবে ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা জিরু। ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’কে তিনি নিজেই এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন জিরু। ফ্রান্সের জার্সিতে এখন পর্যন্ত ১৩১ ম্যাচ খেলে করেছেন ৫৭ গোল করেছেন বয়স ৩৭ বছর পেরোনো এই স্ট্রাইকার।

নিজের বিদায় নিয়ে ‘লেকিপ’কে জিরু বলেছেন, ‘লা ব্লুজদের হয়ে এটি আমার শেষ প্রতিযোগিতা হতে যাচ্ছে। আমি এটাকে অনেক মিস করব। আমাদের তরুণদের জন্য পথ করে দিতে হবে। পাশাপাশি এক মৌসুমে অনেক বেশি খেলা হয়ে যাচ্ছে কি না, সেদিকেও খেয়াল রাখতে হবে। আমার ভারসাম্য খুঁজে নিতে হবে।’

জিরু আরও বলেন, ‘আমার মনে হয়, এখনো আমার হাতে দুই বছর সময় আছে। কিন্তু আমার দৃষ্টিতে ফ্রান্সের হয়ে আমার ক্যারিয়ার শেষ পর্যায়ে এসেছে।’

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত