ওসাসুনাকে হারিয়ে শিরোপার একদম কাছে বার্সেলোনা

ওসাসুনার বিপক্ষে জয়ে লা লিগার শিরোপা জয়ের একদম কাছাকাছি চলে এলো বার্সেলোনা। তবে এই জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে  ৮৫ মিনিট পর্যন্ত। আর গোলটিও ফরোয়ার্ড লাইনের কোন ফুটবলারের কাছ থেকে আসেনি।

বুধবার ওসাসুনার বিপক্ষে রবার্ট লেভানডফস্কি, আনসু ফাতি, রাফিনিয়া আর পেদ্রিদরা এদিন যা পরেনি সেটিই এনে দেন জর্দি আলবা।  ডি বক্সের ভেতরে ডি ইয়ংয়ের হেডে বাঁ পাশে পাহারাহীন অবস্থায় বল পেয়ে যান আলবা।

তাঁর নেওয়া কোনাকুনি শট ঝাঁপিয়ে হাতেও লাগান ওসাসুনা গোলরক্ষক এইতর ফার্নান্দেজ। তবে বলে স্পর্শ করতে পারলেও দিক পাল্টাতে পারেননি। পোস্টের ভেতরের অংশ ঘেঁষে বল চলে যায় জালে।

অন্যদিকে সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ হেরেছে রিয়াল মাদ্রিদ। ফলে শিরোপার রাস্তার মুখে চলে এল বার্সেলোনা। দুই দলেরই ম্যাচ বাকি ৫টি করে, পয়েন্টের ব্যবধান ১৪। রিয়াল আর একটি ম্যাচ হারলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সা। কারণ চারটিতে জিতলেও কাতালান ক্লাবটিকে ছুঁতে পারবে না লস ব্লাঙ্কোসরা।

 

 

Recommended For You

Leave a Reply