ভারতের পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় মারা গেছে অন্তত ১৭ জন

ভারতের পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় মারা গেছে অন্তত ১৭ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও এক শিশু রয়েছে। 

গতরাতে পশ্চিমবঙ্গের নদীয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। 

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাগদা থানার পারমদন ফরেস্ট এলাকার বাসিন্দা বৃদ্ধা শ্রাবণী মুহুরির মৃত্যু হয়। তার মৃত্যুর পর মৃতদেহ সৎকার করতে একটি গাড়ি করে পরিবার ও প্রতিবেশীরা মিলিয়ে প্রায় ৪০ জন একটি ট্রাকে করে নবদ্বীপে যাচ্ছিলেন। পথিমধ্যে রাত ২টার দিকে নদীয়ার ফুলবাড়ি খেলার মাঠের কাছে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় শ্মশানযাত্রীদের বহনকারী ট্রাকটি। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

Recommended For You