Connect with us

বাংলাদেশ

বিশ্ববাজারে আবারো দাম বাড়লো স্বর্ণের

Published

on

বিশ্ববাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। গেল সপ্তাহজুড়ে স্বর্ণের পাশাপাশি বেড়েছে রূপার দামও। সেইসঙ্গে বেড়েছে আরেক দামি ধাতু প্লাটিনামের দাম।

সবশেষ সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ৫৮ শতাংশ। রূপার দাম বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ। আর প্লাটিনামের দাম বেড়েছে ৪ দশমিক ৭৯ শতাংশ।

বিশ্ববাজারে টানা দুই সপ্তাহ স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে এখনো দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে বিশ্ববাজারে দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে দেশের বাজারেও দাম বাড়ানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) দায়িত্বশীলরা।

এ বিষয়ে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। যদি বিশ্বাজারে দাম বাড়ার এই ধারা অব্যাহত থাকে তাহলে আমরাও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়াবো।

এদিকে, বাজুসের একটি সূত্র জানিয়েছে, এখনই দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর পক্ষে না বাজুস। তবে বিশ্ববাজারে যদি হুট করে স্বর্ণের দামে বড় উত্থান হয়, তাহলে দেশের বাজারেও দাম বাড়ানো হবে। বিশেষ করে বিশ্ববাজারে যদি প্রতি আউন্স স্বর্ণের দাম এক হাজার ৮২৫ ডলার অতিক্রম করে, তাহলে দেশের বাজারে দাম বাড়ানো হবে।

Advertisement

বিশ্ববাজারের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গেল সপ্তাহের শেষ কার্যদিবসে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ২১ ডলার বা শূন্য দশমিক শূন্য ১ শতাংশ। এতে সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ৫৮ শতাংশ বা ১০ দশমিক ২৮ ডলার।

ফলে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক হাজার ৮০৮ দশমিক ১২ ডলার। এর মাধ্যমে টানা দুই সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম বাড়লো ২৫ দশমিক ৫৪ ডলার। এতে মাসের ব্যবধানে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে ১ দশমিক ১০ শতাংশ।

এস

Advertisement

বাংলাদেশ

টিভিতে আজকের খেলা

Published

on

খেলা

খেলা দেখতে কার না ভালো লাগে। দেখে নিই কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে-

সিরি আ

বোলোনিয়া-জুভেন্টাস

রাত ১২-৪৫ মি., স্পোর্টস ১৮-১

ইংলিশ প্রিমিয়ার লিগ

Advertisement

দ্য উইকেন্ড র‍্যাপ

সকাল ১০টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

ফুটবল-পুন:প্রচার

ম্যান সিটি-ওয়েস্ট হাম

বেলা ১১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

Advertisement

ফুটবল শো

রোড টু ইউরো ২০২৪

বিকেল ৪-৩০ মি., সনি স্পোর্টস ২

 

কেএস/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

রামপুরার সড়ক ছেড়েছে রিকশাচালকরা

Published

on

রাজধানীর রামপুরায় অটোরিকশা চালানোর দাবিতে অবরোধ করা সড়ক ছেড়েছে অটোরিকশা চালকরা। ৪৫ মিনিট অবরোধের পর সোমবার (২০ মে) সকালে সড়ক ছেড়ে দেন তারা। এরপরই স্বাভাবিক হয় যান চলাচল।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আজ সকালে অটোরিকশা চালানোর দাবিতে চালকরা রাস্তায় নামেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সকাল সাড়ে ১০টার দিকে চালকরা রাস্তা ছেড়ে দেন।

অটোরিকশা চালানোর দাবিতে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন তারা। এতে দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়।

এদিকে রোববার রাজধানীর মিরপুর-১০ ও কালশীতে দিনভর অটোরিকশা চালানোর দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করেন চালকরা।

Advertisement

টিআর/

পুরো পরতিবেদনটি পড়ুন

অপরাধ

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২ 

Published

on

মাদকবিরোধী

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২০ মে) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপি পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১৯ মে) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ২২৫ পিস ইয়াবা, ৩৭ গ্রাম হেরোইন, ৩২ কেজি ১০৩ গ্রাম গাঁজা ও ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রুজু হয়েছে।

Advertisement

কেএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত