মমেকে করোনায় আরও ৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে (মমেক) করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ১৫৮ জন।

মৃতরা হলেন: ডা. জাহেদুল ইসলাম (৬১), করোনার উপসর্গ নিয়ে মিম (১৮), কিশোরগঞ্জের করিমগঞ্জের আশালতা সরকার (৬৮), জামালপুরের রঘুনাথপুরের মো. হালিম (৬০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার আব্দুস সামাদ (৬০)।

আজ শনিবার (২৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

ডা. মহিউদ্দিন খান  জানান, হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে একদিনে আরও ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ৪৮ জন। এছাড়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে ছয়জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

তাসনিয়া রহমান 

Recommended For You