ডেঙ্গু রোগীদের জিম্মি করে ডাবের দাম বাড়ালো সিন্ডিকেট

ডেঙ্গুর কারণে অস্বাভাবিক বেড়েছে ডাবের দাম। ১৪০ টাকার নিচে বাজারে কোনো ডাব নেই।
বড় সাইজের একেকটি ডাবের দাম ২০০ টাকা পর্যন্ত উঠেছে।

বিক্রেতারা বলছেন,ডাবের বাজারেও সিন্ডিকেট কাজ করছে। ডেঙ্গুর কারণে ডাবের চাহিদা তুঙ্গে তাই অস্বাভাবিক ভাবে বেড়েছে দাম। এমনিতে আষাঢ়-শ্রাবণ মাসে ডাবের ফলন কম থাকে। এরমধ্যে চাহিদা তুঙ্গে উঠেছে। এসময় কয়েকদিন বৃষ্টির কারণে পিচ্ছিল গাছে উঠে ডাব পাড়া কমেছে। এ কারণে বাজারে আরও কমে গেছে সরবরাহ।

ঢাকা মেডিকেল হসপিটালের সামনে ১০ থেকে ১২টি ডাবের দোকান রয়েছে। সেখানে ১২০ টাকার নিচে কোনো ডাব পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল হসপিটালের সামনের বিক্রেতারা বলছেন,ডেঙ্গুর কারণে ডাবের চাহিদা বেড়েছে। এই সুযোগে আড়ৎদাররা ডাব প্রতি ৫০ টাকা থেকে ৬০ টাকা বাড়িয়ে দিয়েছে । বেশি দামে কিনতে হচ্ছে তাই তারা বেশি দামে বিক্রি করেন।

 

Recommended For You

Leave a Reply