Connect with us

তথ্য-প্রযুক্তি

ফাঁস হলো আইফোন ১৫ আলট্রার নানা তথ্য

Avatar of author

Published

on

আইফোন

চলতি বছর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন সিরিজ আইফোনের ১৫তম সংস্করণ বাজারে আনছে অ্যাপল। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩ সালে আইফোন ১৫ সিরিজের ৪ সংস্করণ বাজারে আনার পরিকল্পনা রয়েছে কোম্পানির।

এ সংস্করণগুলো হলো আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স।

তবে বাজারে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে সিরিজের চতুর্থ সংস্করণ আইফোন ১৫ প্রো ম্যাক্সের পরিবর্তে আইফোন ১৫ আলট্রা নামে নতুন একটি সংস্করণ বাজারে আনছে কোম্পানি, যা হতে যাচ্ছে আইফোন সিরিজের এ যাবৎকালের সবচেয়ে আধুনিক ও সমৃদ্ধ মোবাইল ফোনসেট।

অ্যাপল কোম্পানির পক্ষ থেকে অবশ্য এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সম্প্রতি অ্যাপললিকার নামের এক ব্যবহারকারী, যিনি অ্যাপল কর্মীদের নিয়মিত অনুসরণ করেন বলে দাবি করেছেন—সাম্প্রতিক এক এক্সপোস্টে আইফোন ১৫ আলট্রা সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রকাশ করছেন।

অ্যাপললিকারের তথ্য অনুসারে, আইফোন ১৫ আলট্রার ক্যামেরাটি হবে এই সিরিজের অন্য সব ফোনের চেয়ে অনেক ভালো, বিশেষ করে জুমিংয়ের ক্ষেত্রে। সিরিজের অন্যান্য ফোনের চেয়ে এই ফোনের জুম আপের ক্ষমতা অন্তত ১০ গুণ বেশি, অনেকটা সাবমেরিনের পেরিস্কোপের মতো।

Advertisement

পরিষ্কার ছবির নিশ্চয়তার জন্য আইফোন ১৫ আলট্রা ক্যামেরার ৮টি অংশ রয়েছে। ক্যামেরায় ব্যবহার করা হয়েছে বিশেষ কাঁচ, যা ছবিকে আরও স্পষ্ট ও সুন্দর করে তুলবে।

অ্যাপললিকারের মতে, আইফোন ১৫ আলট্রার ফ্রেম তৈরি করা হয়েছে টাইটেনিয়াম দিয়ে, যেটি বেশ দৃঢ় ও সুন্দর একটি ধাতু। এছাড়া ফোনটিতে যেসব ‘অ্যাকশন বাটন’ রয়েছে, সেগুলোও নতুন ধরনে। এই বাটনগুলোর মাধ্যমে ব্যবহারকারী দ্রুত বিভিন্ন অ্যাপে প্রবেশ করতে পারবেন। গত বছর বাজারে আসা অ্যাপল ওয়াচ আলট্রা ঘড়িটিতে যে বাটন ব্যবহার করা হয়েছে, আইফোন ১৫ আলট্রাতেও একই বাটন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাললিকার।

এছাড়া আইফোন ১৫ আলট্রা সেটটিতে এ১৭ বায়োনিক এসওসি নামের একটি সুপার ফাস্ট চিপ কোম্পানি সংযুক্ত করেছে বলে এক্সবার্তায় জানিয়েছেন অ্যাপললিকার। অত্যাধুনিক থ্রি এনএম প্রযুক্তিতে তৈরি এই চিপটির মেমোরি সক্ষমতা ৮ গিগাবাইট (জিবি)।

সাম্প্রতিক অন্যান্য সিরিজের ফোনসেটগুলোর মতো অ্যাপল ১৫ আলট্রার সঙ্গেও সম্ভবত চার্জার ফ্রি দিচ্ছে না অ্যাপল। ব্যবহারকারীকে আলাদা করে কিনতে হবে এই ফোনের চার্জার। তবে এই ফোনটির ব্যাটারি খুবই দ্রুতগতিতে চার্জ হয় জানিয়েছেন অ্যাপললিকার।

Advertisement
Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

তথ্য-প্রযুক্তি

‘স্মার্ট বাংলাদেশে’ মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার ডলার

Published

on

ডলার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এক দশকে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে বৈপ্লবিক অগ্রগতি করে দেখিয়েছে। আগামী ১৭ বছরের মধ্যে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন করা হবে। যেখানে বাংলাদেশের অর্থনীতি হবে ট্রিলিয়ন ডলারের। মাথাপিছু আয় বেড়ে হবে ১২ হাজার ৫০০ ডলার। আমাদের কমপক্ষে ৫০টি ইউনিকর্ন ও ৫০ বিলিয়ন ডলারের আইসিটি শিল্প থাকবে। বললেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (২৬ জুন) গুলশানের এক হোটেলে সরকারের ডিজিটাল রূপান্তর বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)।

জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার, অ্যাকাডেমিয়া, শিল্প, এনজিও, আন্তর্জাতিক এনজিও এবং মিডিয়ার মতো বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমরা তাকাবো এমন এক পৃথিবীর দিকে, যেখানে বিজ্ঞান ও কারিগরি জ্ঞানের বিস্ময়কর অগ্রগতির যুগে মানুষের সৃষ্টি ক্ষমতা ও বিরাট সাফল্য আমাদের জন্য এক শঙ্কামুক্ত উন্নত ভবিষ্যৎ গঠনে সক্ষম। পারমাণবিক যুদ্ধের হুমকি থেকে উন্নত ভবিষ্যত ও বিশ্বব্যাপী প্রযুক্তি এবং সংস্থান ভাগ করে নেয়ার ওপর ভিত্তি করে, যাতে সর্বত্র মানুষ একটি শালীন জীবনের ন্যূনতম শর্ত উপভোগ করতে শুরু করতে পারে।

এসময় বঙ্গবন্ধুর স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আইটিইউয়ের আঞ্চলিক পরিচালক (এশিয়া-প্যাসিফিক) অতসকো ওকোডা, বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, এটুআইয়ের প্রকল্প পরিচালক ও এজেন্সি টু ইনোভেটের প্রধান নির্বাহী মামুনুর রশীদ, বেসিস সভাপতি রাসেল টি আহমেদ প্রমুখ।

কেএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

তথ্য-প্রযুক্তি

ঘূর্ণিঝড়ে ৪৫ জেলার মোবাইল সেবা বিঘ্নিত

Published

on

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে দেশের ৪৫টি জেলার ৮ হাজার ৪১০টি মোবাইল অপারেটর সাইট অচল হয়ে পড়েছে। এর ফলে উপকূলীয় বিভিন্ন অঞ্চলের টেলিযোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।

সোমবার (২৭ মে) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিটিআরসি মহাপরিচালক জানান, ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকূলসহ বিভিন্ন জেলাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় মোবাইল অপারেটরদের সাইটগুলো থেকে দুর্যোগকবলিত এলাকায় টেলিযোগাযোগ সেবা ব্যাহত হচ্ছে। এতে করে দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে জরুরি উদ্ধার কার্যক্রমের ক্ষেত্রে জনসাধারণের সঙ্গে টেলিযোগাযোগ সম্ভব হবে না।

প্রসঙ্গত, দুর্যোগ জরুরি সেবা হিসেবে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতে উপকূলীয় জেলাসহ সব জেলায় বিদ্যুৎ প্রবাহ করে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকায় দ্রুত বিদ্যুৎ পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করেছেন বিটিআরসি মহাপরিচালক।

আই/এ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

তথ্য-প্রযুক্তি

বন্ধ হচ্ছে না ২৮ হাজার মোবাইল সেট: পলক

Published

on

পলক

২৮ হাজার মোবাইল সেট বন্ধ করে দেয়া হবে তথ্যটি সঠিক নয়। আমাদের এ ধরনের কোন পরিকল্পনাও নেই। জানালেন ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

রোববার (১২ মে) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মিথ্যা, অপপ্রচার ও গুজব প্রতিরোধে এমপি-মন্ত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইটগুলো ভেরিফিকেশন প্রয়োজন। তবে কেউ চাইলে এ ব্যাপারে সহযোগিতা করা হবে। গ্রাহক সেবা সঠিকভাবে দিতে না পারলে, লাইসেন্স গাইডলাইনে যেসব সাজার বিধান আছে, তা মোবাইল কোম্পানিগুলোর ওপর প্রয়োগ করা হবে।

জুনায়েদ আহমেদ পলক জানান, দেশে বর্তমানে ১৭টি কারখানায় মোট চাহিদার ৯৭ শতাংশ মোবাইল হ্যান্ডসেট উৎপাদিত হচ্ছে। দেশে মোবাইল গ্রাহক ১৯ কোটি ১৩ লাখের বেশি। ইন্টারনেট গ্রাহক ১৩ কোটি ৩৫ লাখ।

তিনি আরও জানান, আগামী ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল উদ্ভাবন: টেকসই উন্নয়ন।

Advertisement

টিআর/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত