ইউক্রেনের আটকেপড়া নাবিকদের আনার চেষ্টা চলছে : বিএসসি

ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশের জাহাজ ‘এম ভি বাংলার সমৃদ্ধি’র একজন নাবিক নিহত হয়েছেন। বাকি ২৮ জন অক্ষত আছেন। তাদেরকে নিরাপদে জাহাজ নামিয়ে আনার চেষ্টা চলছে। জানালেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

বিএসসি মহাব্যবস্থাপক জানান, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে যোগাযোগ করছেন। আমরা নাবিকদের নিরাপদে স্থানান্তরের চেষ্টা করছি। তাদের কাছে পর্যাপ্ত খাদ্যসামগ্রী রয়েছে।

তিনি বলেন, হামলার ঘটনায় নিহত হাদিসুরের দেহ অনেকটা ক্ষতবিক্ষত হয়েছে। তার দেহাবশেষ জাহাজটির ফ্রিজেই সংরক্ষণ করা হয়েছে।

এদিকে, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী জানান, টার্গেট করেই ইউক্রেনে বাংলাদেশের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে হামলা করা হয়েছে। তবে জাহাজে কারা হামলা করেছে তা এখনও নিশ্চিত নয়। নাবিককে উদ্ধার বা নিরাপদে সরিয়ে নিতে কূটনৈতিক পর্যায়ে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।

Recommended For You