Connect with us

বাংলাদেশ

ওয়ার্নের ফোন কল ও মৃত্যু নিয়ে নতুন রহস্য

Published

on

কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নের প্রয়াণ কোনও আকস্মিক ঘটনা নয় বলেই মনে করেন না ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসক পিটার ব্রাকনার। দীর্ঘ দিন অস্ট্রেলীয় জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন তিনি। ব্রাকনার মনে করেন, ওয়ার্নের মৃত্যু সবার কাছেই শিক্ষা হয়ে থাকা উচিত। প্রত্যেকেই সে ক্ষেত্রে বুঝতে পারবেন নিয়মিত নিজের স্বাস্থ্য পরীক্ষা করা কত জরুরি। ‘কেউই এক মিনিটের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয় না। মর্মান্তিক পরিণতির দিকে মানুষ পৌঁছয় কার্যত ধীরে ধীরে’ মন্তব্য ব্রাকনারের।

ওয়ার্নের পরিবার জানিয়েছে, মৃত্যুর আগের সাত দিন তাঁর হৃদযন্ত্রের সমস্যা ও হাঁপানির কষ্ট ছিলো। সেই সঙ্গে টানা ১৪দিন শুধু তরল খাদ্য তিনি গ্রহণ করেছিলেন ওজন কমাতে। সে সবের প্রেক্ষিতেই ব্রাকনারের দাবি, পুরো ব্যাপারটাই প্রত্যাশিত ছিলো। ওয়ার্নের মৃত্যু আদৌ আকস্মিক দুর্ঘটনা নয়।

ব্রাকনারের কথায়, ‘গত ২০ থেকে ৩০ বছর ধরে ও নিয়মিত ধূমপান করেছে। খাদ্যাভাসেও সমস্যা ছিলো। সঙ্গে আরও অনেক অনিয়ম করতো। ওয়ার্নির যদি হৃদরোগ থেকে থাকে, তা হলে তাইল্যান্ডে রাতারাতি সেটা হয়নি। ’

এদিকে, প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নকে নিয়ে নতুন একটি তথ্য দিয়েছে ডেইলি মেইল। তাদের এক প্রতিবেদনে বলা হয়, তার এক ফোন কলেই ১২ লাখ ৫০ হাজার ইউএস ডলারের চুক্তি করেছিলেন অস্ট্রেলিয়ার সদ্য প্রয়াত এই ক্রিকেটার। 

১৯৯৯ সালে শ্রীলঙ্কায় অজিদের হয়ে শর্ট টেস্ট সিরিজ খেলছিলেন ওয়ার্ন। ওই সময় যুক্তরাজ্যভিত্তিক তার এজেন্ট মাইকেল কোহেন তাকে সেই ফোন কল করেন। সেসময় ক্যারিয়ারের ঊর্ধ্বগগনে ছিলেন ওয়ার্ন। বিশ্বের আনাচে-কানাচের বিভিন্ন দল, প্রতিষ্ঠান, সংস্থা থেকে একের পর এক লোভনীয় সব চুক্তির প্রস্তাব পাচ্ছিলেন। স্বভাবতই মোটা অংকের প্রস্তাব দিয়েছিল এক ইংলিশ ফার্স্ট ক্লাস টিম। সেবার ইংলিশ কাউন্টি ক্রিকেটে তাকে পাওয়া নিয়ে রীতিমতো নিলাম যুদ্ধ শুরু হয়।

Advertisement

জীবনের মোড় পাল্টে দেওয়া সেই ফোন কল নিয়ে ২০১৮ সালে নিজের আত্মজীবনীতে বিস্তারিত বর্ণনা করেন ওয়ার্ন। সেই চুক্তিতে আলিশান বাড়ি, গাড়ি, নগদ অর্থ সব ছিলো।

গত সপ্তাহে থাইল্যান্ডে এক রিসোর্টে মারা যান লেগ স্পিন জাদুকর ওয়ার্ন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। এর আগে ওই এক চুক্তির ৫০ গুণের বেশি সম্পদ রেখে গেছেন তিনি।

বলা বাহুল্য সর্বকালের অন্যতম সেরা লেগি ওয়ার্ন। বর্ণিল ক্যারিয়ারে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট শিকার করেন তিনি। ক্রিকেটের অভিজাত সংস্করণের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ।  আর ১৯৪ ওয়ানেডেতে ২৯৩ উইকেটও রয়েছে তার দখলে। সম্প্রতি ঐতিহাসিক অ্যাসেজ সিরিজে তাকে ধারাভাষ্য দিতে দেখা যায়।

হাসিব মোহাম্মদ  

Advertisement
Advertisement

জাতীয়

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Published

on

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৮ জুলাই) চার দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৭০১) বেইজিং সময় সন্ধ্যা ৬টায় বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় বেলা ১১টা ৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

প্রধানমন্ত্রীর এই সফর দু’দেশের মধ্যকার সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে’ উন্নীত করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ৮-১১ জুলাই বেইজিংয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী ১০ জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২০টি থেকে ২২টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

এএম/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

দুর্ঘটনা

ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত

Published

on

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

সোমবার (৮ জুলাই) দুপুরে নিয়ামতপুর-টিএলবি সড়কের সাংশাইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দামকুড়া গ্রামের শরিফ উদ্দিন (৬২) একই উপজেলার বনগাঁ পাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে শামীম রেজা (২৮)।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে জানান, নিহতরা দুপুরের দিকে ভটভটিযোগে গরু কেনার উদ্দেশে উপজেলার ছাতড়া গরুর হাটে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থল পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে দু’জন নিহত হয়।

তিনি আরও জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

এএম/

পুরো পরতিবেদনটি পড়ুন

অপরাধ

৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

Published

on

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া মাছ, মুদি ও ফলের ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

সোমবার (৮ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় খাজা কাঁচাবাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

সেলিমুজ্জামান গণমাধ্যমে জানান, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় একজন সবজি ব্যবসায়ী ও ৩ জন মুরগি ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, এ সময় বাজার মনিটরিং করা হয় এবং ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন ও পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার জন্য মাছ, মুদি ও ফল ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

এএম/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত