Connect with us

ক্রিকেট

পাকিস্তান বধে উচ্ছ্বাসিত তারা!

Published

on

নিউজিল্যান্ডের হ্যামিল্টনে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশের দেওয়া ২৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রান করতে সমর্থ হয় পাকিস্তান। ৮ ওভারে ৩৮ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের ফাহিমা খাতুন। ম্যাচ শেষে এই অফ স্পিনার জানালেন, পাকিস্তানের বিপক্ষে জেতার জন্য সত্যিই খুব ক্ষুধার্ত থাকেন তারা।

একই সাথে ঐতিহাসিক এই জয়ের পর নিজেদের অনুভূতি প্রকাশ  করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। জাহানার আলম জানান, ‘ভবিষ্যত প্রজন্মের জন্য এই জয় পাথেয় হয়ে থাকবে।’ 

ফাহিমা জানান, ‘আমরা পাকিস্তানের সঙ্গে খেলি, তখন আমরা সত্যিই রোমাঞ্চিত ও জেতার জন্য সত্যিই খুব ক্ষুধার্ত থাকি। আজ (১৪ মার্চ)  আলোচনা করেছিলাম আমাদের স্বাভাবিক খেলা যাতে খেলতে পারি।   যখন আগে ব্যাট করছিলাম, আমরা আলোচনা করছিলাম ২৫০ রানের বেশি করতে পারলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। দুর্ভাগ্যজনকভাবে (২৫০) করতে না পারলেও আমাদের বোলিং খুব ভাল হয়েছে। ঠিক জায়গায় বল করে সাফল্য পেয়েছি। ’

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘এই জয়টা আমাদের অনেক প্রয়োজন ছিল। এই টুর্নামেন্টে একটা মোমেন্টামের দরকার ছিল যেটা আজকে আমরা পেয়েছি। বিশ্বকাপে দেশের প্রথম জয়ে নেতৃত্ব দিতে পেরে গর্বিত অনুভব করছি। আশা করব, ভবিষ্যতেও আমরা যেন জয়ের এই ধারাবাহিকতা বজায় রাখি।’ 

রুমানা আহমেদ আনন্দ প্রকাশ  করেন বলেন, ‘আমরা আমাদের প্রথম বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ভালোভাবে জয়লাভ করেছি। এটা আমাদের ক্রিকেটের জন্য বড় মাইলফলক হবে বলে মনে করি। এই জয়ের মাধ্যমে সামনের ম্যাচগুলোতে আমাদের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে এবং মেয়েরা ভালো ক্রিকেট উপহার দেবে।’

Advertisement

ফারজানা হক জানান, ‘জয় সবসময় আনন্দদায়ক। এটা অবশ্যই খুশির একটা বিষয়। এই জয়টা আমাদের সবার জন্য দরকার ছিল। আমাদের বিশ্বাস ছিল, সবাই মিলে যদি একসাথে খেলতে পারি তাহলে জয়টা আমাদের জন্য সম্ভব হবে। আমরা সেটা করতে পেরেছি বিধায় আজ জয় পেয়েছিল। সামনে যে আরও চারটা ম্যাচ আছে, এই জয়টা সেগুলোর জন্য অনুপ্রেরণা হবে।’

 

হাসিব মোহাম্মদ

Advertisement

ক্রিকেট

বিদায়ের পর মোস্তাফিজকে নিয়ে যা বললেন চেন্নাই অধিনায়ক

Published

on

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৭ রানে হেরে এবারের আইপিএল থেকে বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস।  শেষ মুহূর্তে আসর থেকে বিদায়ে দলটির অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় মোস্তাফিজুর রহমানের অভাবকে সামনে আনলেন।

গতকাল বেঙ্গালুরুর কাছে হারের পর গায়কোয়াড় বলেন, ‘আমরা ফিজকে (মোস্তাফিজুর রহমান) মিস করেছি।’

আইপিএল ছাড়ার আগে চেন্নাইয়ের জার্সিতে ৯টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। এই ৯ ম্যাচে ২২.৭১ গড় আর ৯.২৬ ইকোনমিতে ১৪ উইকেট নিয়েছেন এই টাইগার পেসার। চেন্নাই দলে এবারের আইপিএলে তাঁর চেয়ে বেশি উইকেট পেয়েছেন মাত্র একজন। ভারতীয় পেসার তুষার দেশপান্ডে ১৩ ম্যাচ খেলে নিয়েছেন ১৭ উইকেট।

 

 

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

বেঙ্গালুরুর মাঠে কোহলির নতুন রেকর্ড

Published

on

ভিরাট কোহলি মানেই যেন রেকর্ডের ছড়াছড়ি। তার খেলা যেকোনো বাউন্ডারি বা ওভার বাউন্ডারি জবাব দিতে থাকে- এই বুঝি কোনো রেকর্ড লেখা হলো কোহলির নামে। আজ (শনিবার) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তুষার দেশপান্ডের এক ডেলিভারিতে বিশাল ছক্কা হাঁকিয়ে বসেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ব্যাটার। তাতেই নাম লিখিয়েছেন নতুন এক রেকর্ডে।

জিততেই হবে এমন এক ম্যাচ। আরসিবির জন্য অবশ্য শুধু জয় দিয়েও চলবে না। যেতে হবে আরো কিছু সমীকরণের মধ্য দিয়ে। অন্যদিকে প্রতিপক্ষ চেন্নাই জিতলে সরাসরি প্লে-অফ খেলবে তারা। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গালুরুর ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।

ম্যাচের তৃতীয় ওভারে দেশপান্ডের প্রথম ও তৃতীয় ডেলিভারিতে ছক্কা হাঁকিয়ে বসেন কোহলি। দ্বিতীয় ছক্কাটি ৯৮ মিটার দেখাচ্ছিল বড় স্ক্রিনে। এই ছক্কার সাথে নির্দিষ্ট কোনো ভেন্যুতে ৩ হাজার আইপিএল রান করার গৌরব অর্জন করেছেন কোহলি। আর কোনো ব্যাটারের ঝুলিতে এক ভেন্যুতে এত রান নেই।

বেঙ্গালুরুর এই মাঠে আরসিবির হয়ে ৮৯ ম্যাচ খেলেছেন কোহলি। আইপিএলে নির্দিষ্ট ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার খেতাব এতদিন ছিল রোহিত শর্মার কাছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৮০ ম্যাচ খেলে ভারতীয় অধিনায়ক করেছেন ২২৯৫ রান। এই তালিকায় আরও আছেন এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার ও ক্রিস গেইল।

কোহলি এখন পর্যন্ত শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় আছেন আইপিএলের চলতি মৌসুমে।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

যদি বেশি চিন্তা করি, ভালো খেলতে পারবো না: রোহিত

Published

on

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভালো সময় যায়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। ভালো যায়নি দলটির সাবেক অধিনায়ক রোহিত শর্মার। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৩৮ বলে ৬৮ রানের ইনিংস খেলেন রোহিত। মুম্বাই অবশ্য নিজেদের দশম পরাজয় বরণ করেছে একইদিনে। টেবিলের শেষ দল হিসেবে চলতি আসর শেষ করলো দলটি।

শুক্রবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ খেলেছে মুম্বাই। হার্দিক পান্ডিয়া-রোহিতের দল হেরেছে ১৮ রানে। ম্যাচ শেষে জিও সিনেমায় কথা বলেছেন সাবেক মুম্বাই অধিনায়ক। তিনি বলেন, “একজন ব্যাটার হিসেবে, আমি জানি যে স্ট্যান্ডার্ডে থাকার কথা, সেখানে পৌঁছাতে পারিনি। কিন্তু এতগুলো বছর খেলার পর, আমি জানি, যদি বেশি চিন্তা করি, আমি ভালো খেলতে পারবো না।”

তিনি আরও যোগ করেন, “শুধু ভালো মানসিক অবস্থা, সঠিক জোন, অনুশীলন করা এবং খেলার সকল ভুলগুলোর উন্নতি করা, এগুলোই আমি চেষ্টা করে যাই।”

নিজেদের পরিকল্পনা অনুযায়ী মুম্বাই খেলতে পারেনি বলেও মনে করেন রোহিত। অনেক বেশি ভুল করেছে দল, ফলে নিজেদের দোষারোপ করেছেন তিনি। ভারতীয় অধিনায়ক মনে করেন, আইপিএল এমনই। অল্প কিছু সুযোগ আসবে, সেগুলোই আঁকড়ে ধরতে হবে।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত