সাকিব ফিরছেন নাকি ফিরছেন না?

পরিবারের মানুষ সবার কাছেই আলাদা গুরুত্বপায়। তাও আবার সেই মানুষটা যদি হয় সাকিব আল হাসান। পরিবারের মানুষরা যখন হাসপাতালে তখনতো আর অন্য কোথাও গিয়ে মন টিকার কথা না তার। যদিও তার দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে ধুম্রজাল। বিসিবি পরিচালক এবং অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ‘সাকিব যাচ্ছেন না। তিনি তৃতীয় ও  শেষে ওয়ানডে খেলবেন। আগামী ২৩ মার্চ সেঞ্চুরিয়নের হবে।’ 

কিন্ত সাকিবের কাছ থেকে ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি আজই (সোমবার) দেশে ফিরছেন। কিন্তু  তার কিছুক্ষণ পর সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে ভিডিও বার্তায় বাংলাদেশ দলের লিডার খালেদ মাহমুদ সুজন জানালেন, ’সাকিব যাচ্ছেন না। তিনি তৃতীয় ও  শেষে ওয়ানডে খেলবেন। আগামী ২৩ মার্চ সেঞ্চুরিয়নের হবে।’ 

আজ সোমবার (২১ মার্চ) অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সাকিবের মা শিরিন আক্তার। সঙ্গে ছেলে আইজাহ আল হাসান ও ছোট মেয়ে ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত। তারাও ভর্তি আছেন দাদির সঙ্গে। অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসান অব্রি ঠাণ্ডা-জ্বরে ভুগছেন। সবমিলিয়ে পারিবারিকভাবে বেশ সংকটের মুহূর্ত পার করছেন টাইগার অলরাউন্ডার।

সাকিবের শ্বাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। সাকিবের মা হার্টের রোগী। নিয়মিত রুটিন চিকিৎসা চললেও অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকেও হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। সাকিবের স্ত্রী-সন্তান অবশ্য বাংলাদেশে থাকেন না। ছুটিতে ঘুরতে এসেছেন তারা। আলাইনা হাসান অব্রি এর আগে দেশে আসলেও বাকি দুই সন্তান এবারই প্রথম এসেছে বাংলাদেশে। ফেব্রুয়ারিতে শেষ হওয়া বিপিএলের সময় দেশে আসেন সাকিবের স্ত্রী-সন্তানরা।

হাসিব মোহাম্মদ  

Recommended For You