Connect with us

বাংলাদেশ

সাভারে কারখানার আগুন নিয়ন্ত্রণে

ঢাকার সাভারে নর্দান ফ্যাশন নামে একটি কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় করে আগুন নিয়ন্ত্রণে আসে।

Published

on

ঢাকার সাভারে নর্দান ফ্যাশন নামে একটি কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় করে আগুন  নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার জিরানী এলাকায় নর্দান ফ্যাশনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শ্রমিকরা জানায়, সন্ধ্যায় কারখানায় কাজ করছিল শ্রমিকরা। হঠাৎ তৃতীয় তলায় ওয়ারহাউজে মজুত রাখা কাপড়ে আগুন লাগে। এ সময় ফায়ার অ্যালার্ম বেজে উঠলে শ্রমিকদের নিরাপদে বাইরেবের করে দেয় কর্তৃপক্ষ। বাইরে থেকে তখন শুধু ধোয়ার কুন্ডলী দেখা যাচ্ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

ফায়ার সার্ভিসের ৪নং জোন কমান্ডার আব্দুল আলীম বলেন, প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ও সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। এ সময় তৃতীয় তলায় আগুন জ্বলছিল। পরে গাজীপুরের কালিয়াকৈর থেকে আরও দুটি ইউনিটকে তলব করা হয়।

তিনি আরও বলেন, সবশেষ সন্ধ্যায় সাড়ে ৭টায় ছয়টি ফায়ার ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এ সময় আগুন নেভাতে গিয়ে কারখানার দুই শ্রমিক সামান্য আহত হন।

Advertisement

শেখ সোহান 

Advertisement

জাতীয়

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন মঙ্গলবার

Published

on

ফাইল ছবি

ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার (২৪ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

এর আগে গেলো ২১ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বিকেলে দিল্লি সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনের সফর শেষে শনিবার রাতে দেশে ফেরেন তিনি।

প্রধানমন্ত্রীর এ সফরে দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে সাতটি নতুন এবং তিনটি নবায়নসহ ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

আই/এ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

বিদেশি নাগরিকরা ১৩০ মিলিয়ন ডলার নিয়ে গেছেন : অর্থমন্ত্রী

Published

on

ডলার

বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বছরে আয় সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নেই। গেলো বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা তাদের আয় থেকে ১৩০.৫৮ মিলিয়ন মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন। বললেন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সোমবার (২৪ জুন) সংসদে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের এক লিখিত প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

অর্থমন্ত্রী জানান, ভারতের নাগরিকরা ৫০.৬০ মিলিয়ন ডলার, চীনের নাগরিকরা ১৪.৫৬ মিলিয়ন ডলার, শ্রীলঙ্কার নাগরিকরা ১২.৭১ মিলিয়ন ডলার, জাপানের নাগরিকরা ৬.৮৯ মিলিয়ন ডলার, কোরিয়ার নাগরিকরা ৬.২১ মিলিয়ন ডলার, থাইল্যান্ডের নাগরিকরা ৫.৩০ মিলিয়ন ডলার, যুক্তরাজ্যের নাগরিকরা ৩.৫৯ মিলিয়ন ডলার, পাকিস্তানের নাগরিকরা ৩.২৪ মিলিয়ন ডলার, যুক্তরাষ্ট্রের নাগরিকরা ৩.১৭ মিলিয়ন ডলার, মালয়েশিয়ার নাগরিকরা ২.৪০ মিলিয়ন ডলার ও এর বাইরে অন্যান্য দেশের নাগরিকরা ২১.৯২ মিলিয়ন ডলার নিজ দেশে নিয়ে গেছেন।

এমপি আব্দুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থ মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। মূল্যস্ফীতির চলমান সংকটের মূলে যে কারণগুলো রয়েছে তা হলো বৈশ্বিক পণ্য বাজারে সরবরাহে অনিশ্চয়তা, মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া এবং দেশের বাজারে সরবরাহ শৃঙ্খলে ত্রুটি। অর্থনৈতিক এ সংকট কাটিয়ে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে।

কেএস/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

আইন-বিচার

আজীম হত্যাকাণ্ড : গ্যাস বাবুকে নিয়ে অভিযানের নির্দেশ

Published

on

কলকাতায় হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশে অপহরণের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহে অভিযান পরিচালনার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জুন) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আতাউল্লাহ বাবুর জামিন আবেদন ও রিমান্ড নামঞ্জুর করে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আসামি বাবুর ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধারের লক্ষ্যে ম্যাজিস্ট্রেটের অধীনে এই অভিযান পরিচালনার আদেশ দেয়া হয়েছে।

আদালতের শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক জালাল উদ্দিন জানান, ১০ কার্যদিবসের মধ্যে বাবুকে ঝিনাইদহ কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সেখানে জেল সুপারের তত্ত্বাবধানে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাবুকে নিয়ে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করবে।

এর আগে গ্যাস বাবুর তিনটি মোবাইল উদ্ধারের জন্য ফের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। অন্যদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

Advertisement

আই/এ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত