Connect with us

বাংলাদেশ

রাতে বাংলাদেশের মঞ্চ কাঁপাবেন এ আর রহমান

Published

on

এবার হোম অব ক্রিকেটের ভিন্ন রূপ। ২২ গজের উইকেটগুলো উধাও। ধূসর কার্পেট আর হাজার হাজার চেয়ারে ঢেকে গেছে সবুজ ঘাস। একপাশে দৈত্যাকার মঞ্চ। সেই মঞ্চকে ঘিরে শেষ মুহূর্তের কর্মব্যস্ততা চলছে। 

আজ মঙ্গলবার (২৯ মার্চ) রাতে হোম অব ক্রিকেটের আয়োজিত সেলিব্রেশন মুজিব হান্ড্রেড অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গান গেয়ে মঞ্চ কাঁপাবেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী এ আর রহমান। 

এছাড়াও দেশীয় শিল্পীদের মধ্যে মঞ্চ মাতাবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ ও জনপ্রিয় ব্যান্ড মাইলস।

বিসিবির বিশেষ এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই একদিন আগেই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে হোম অব ক্রিকেট। অনুষ্ঠানের দিন স্টেডিয়াম সংলগ্ন দোকান বন্ধ থাকবে। গাড়ি চলাচলও সীমিত। বিকেল সাড়ে পাঁচটার মধ্যে দর্শকদের স্টেডিয়ামে ঢুকতে হবে। আর আয়োজনের শুরু হবে ছয়টা থেকে।

মুজিববর্ষের সমাপনী টানতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিসিবি। সমাপনী উৎসবে ঘণ্টা দুয়েক মিরপুর মাতাবেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী এ আর রহমান। বিখ্যাত গানগুলোর সঙ্গে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিশেষ গানও পরিবেশন করবেন তিনি। তবে এর আগে শুরুটা হবে দেশীয় শিল্পীদের পারফরম্যান্স দিয়ে। শুরুর দিকে মঞ্চ মাতাবেন মমতাজ ও ব্যান্ড মাইলস। তাদের সঙ্গে ছায়ানটের শিল্পীরাও অংশ নেবেন।

Advertisement

বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক জানান, এ আয়োজনে এ আর রহমানই হলো মূল আকর্ষণ।  বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে দুটো গান তাকে দিয়ে করিয়েছিলাম আমরা। কিন্তু গান দুটো করোনার জন্য প্রকাশ করতে পারিনি। আর ওই দুটো গান প্রকাশ করার জন্যই এই কনসার্ট।

২০২১ সালে এ আর রহমানের কনসার্ট আয়োজনের পরিকল্পনা ছিল। সঙ্গে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে টি-টোয়েন্টি ম্যাচ। তবে করোনায় সে পরিকল্পনা আলোর মুখ দেখেনি। ম্যাচ বাতিল হলেও ১ বছর পর বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে পেরে গর্বিত বিসিবি।

তাসনিয়া রহমান
 

Advertisement

আইন-বিচার

দুর্নীতি-অর্থপাচার বন্ধ করতে হবে: হাইকোর্ট

Published

on

হাইকোর্ট

দুর্নীতি দেশে সুশাসন ও উন্নয়নের অন্তরায় উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, যেকোনো উপায়ে দুর্নীতি-অর্থপাচার বন্ধ করতে হবে। সব শ্রেণি-পেশার মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

দুর্নীতিরোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে আদালত এ মন্তব্য করেন।

হাইকোর্ট বলেন, আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দেখা যাচ্ছে অনেক সরকারি কর্মকর্তা অঢেল সম্পদের মালিক হচ্ছেন। এটা বাঞ্ছনীয় নয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, দুদকের পক্ষে আইনজীবী ফজলুল হক শুনানি করেন।

Advertisement

এর আগে সোমবার (১ জুলাই) দুর্নীতিরোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের কনসারন শাখায় এই রিট দায়ের করেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ১০ জনকে বিবাদী করা হয়।

রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব আইনে উল্লেখিত যথাযথ নিয়মে কর্তৃপক্ষের কাছে দাখিলের পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটটি করেছি।

 

Advertisement

কেএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

Published

on

নারায়নগঞ্জে-বাড়ি-ঘেরাও,-অ্যান্টি-টেরোরিজম-ইউনিট

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার (২ জুলাই) গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে সকালে ওই বাড়িটি ঘেরাও করে এটিইউ এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করেন এটিইউ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল।

তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা বাড়ি ঘিরে রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যে অভিযান শুরু হবে।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান এটিইউয়ের এই কর্মকর্তা।

Advertisement

 

এসি//

পুরো পরতিবেদনটি পড়ুন

অপরাধ

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮  

Published

on

মাদকবিরোধী

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপি পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১ জুলাই) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ৭৫ পিস ইয়াবা, ১৯২ গ্রাম হেরোইন, ১০০ বোতল ফেন্সিডিল, ৪০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০০ গ্রাম আইস ও ৯৫৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা রুজু হয়েছে।

Advertisement

কেএস/

 

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত