ডেন্টালে ৬৫৯০৭ জন পরীক্ষা দিলেন

২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা হয়েছে। শুরু হয়েছে। আজ শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলে বেলা ১১টা পর্যন্ত।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এবার সরকারি ডেন্টালে প্রায় ৬৫ হাজার ৯০৭ জন আবেদন করেছেন। এর মধ্যে ঢাকায় পরীক্ষা দিচ্ছেন ৩০ হাজার শিক্ষার্থী। সরকারি কলেজে সিট রয়েছে ৫৪৫টি, বেসরকারিতে ১ হাজার ৪০৫টি।

এর আগে গত ২০ মার্চ সকাল থেকে ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করা হয়। এরপর প্রবেশপত্র সংগ্রহের সময় ছিল ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত।

পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে সব দেশি ও বিদেশি শিক্ষা কার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষা মিলে মোট জিপিএ শর্ত ছিল ৯। সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর (সমতল ও পার্বত্য জেলা) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ ছিল ৮। তবে কোনো একক পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৫-এর কম থাকলে আবেদন করা যায়নি।

Recommended For You