রমজান মাসের পর আল-আকসা মসজিদ রক্ষার লড়াই শুরু

ইসরাইল যদি পবিত্র আল-আকসা মসজিদে আগ্রাসন বন্ধ না করে তাহলে তেল আবিবের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ শুরু হবে। গাজা উপত্যকার সমস্ত প্রতিরোধকামী সংগঠনকে এজন্য প্রস্তুত থাকা উচিত। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার এমন হুঁশিয়ারি দিয়েছেন।

গেলো শনিবার (১ মে) গাজা উপত্যকায় এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সিনওয়ার বলেন, পবিত্র রমজান মাসের পর আল-আকসা মসজিদ রক্ষার লড়াই শুরু হবে। সে সময় ইহুদিবাদীদের বেশ কিছু অনুষ্ঠান রয়েছে এবং তখন তারা আল-আকসা মসজিদে ঢোকার চেষ্টা চালাবে। তিনি ফিলিস্তিনি নারী-পুরুষ সবাইকে এই প্রতিরোধ লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানান।

গত কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যে আল-আকসা মসজিদকে কেন্দ্র করে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে। রমজান মাসে আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ওপর কয়েক দফা ইসরাইলি সেনারা হামলা চালিয়েছে। আল-আকসা মসজিদের এই অবমাননার বিরুদ্ধে নিশ্চিত জবাব দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো।

সিনওয়ার ইসরাইলকে সর্তক করে বলেন, আল-আকসা মসজিদের উপর ইসরাইলি সেনাদের হামলা অব্যাহত থাকলে ইসরাইলের হাজার হাজার সিনাগগেরও অবমাননা করা হবে।

ফিলিস্তিন ইস্যু বিশেষ করে বায়তুল মুকাদ্দাস ইস্যুতে ইরানের অব্যহত সমর্থনের প্রশংসা করে বক্তব্য রাখেন ইয়াহিয়া সিনওয়ার। তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী থেকে শুরু করে প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি এবং অন্যান্য কর্মকর্তারা কেউই সমর্থন দিতে দ্বিধা বোধ করেন না।

মেঘ হাসান

Recommended For You

About the Author: মেঘ হাসান

As a journalist, I am entitled to find out the truth behind every incident.