Connect with us

আন্তর্জাতিক

গাজায় গণহত্যা বন্ধের আদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের

Avatar of author

Published

on

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। রায়ে ইসরায়েলকে গাজা উপত্যকায় অভিযান বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদেশ দেয়া হয়।

শুক্রবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলার শুনানিতে এ রায় দেন।

এদিকে রায়ে আইসিজে এর প্রধান বিচারক বলেন, এই মামলায় বিচাররের ক্ষমতা একই সাথে রায় দেয়ার ক্ষমতা এ আদালতের রয়েছে।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এই রায় পড়া শুরু হয়। রায়ে মামলা বাতিলে ইসরায়েলের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

মামলার শুনানির সময় আদালতের ১৭ জন বিচারকের মধ্যে ১৬ জন বিচারক উপস্থিত ছিলেন। বিচারক রবিনসন আইসিজে এর প্রধান বিচারক ডনগুকে শুনানিতে উপস্থিত থাকতে  পারবেন না বলে জানিয়েছেন।

Advertisement

আদালত ইসরাইলকে গণহত্যা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বলেছে, ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে তার বাহিনী গণহত্যা করবে না।  একইসঙ্গে গণহত্যা পরিচালনাকারীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে।

আদালত বলেছে, ইসরায়েলি সামরিক অভিযানের ফলে গাজায় বিপুল সংখ্যক মৃত্যু ও আহত হয়েছে।

এদিকে আদালত অবিলম্বে গাজায় যুদ্ধবিরতীর জন্য দক্ষিণ আফ্রিকার আবেদন খারিজ করেছে।

আদেশে আদালত, ইসরায়েলকে ফিলিস্তিনিদের জন্য পাঠানো জরুরী মানবিক সহায়তা যাতে পৌছাতে পারে সেটিও  নিশ্চিত করতে বলেছেন।

একই সাথে আদালত বলেছেন, আগামী এক মাসের মধ্যে গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েল কি কি কি পদক্ষেপ নিয়েছে সেটি যেন অবশ্যই আদালতকে অবহিত করে।

Advertisement

সবশেষে আদালতে ১৭ জন বিচারকের বেশিরভাগ এই সিদ্ধান্ত দিয়েছেন যে,  ফিলিস্তিনিদের হত্যা বন্ধে , তাদের শারীরিক এবং মানসিক ক্ষয়ক্ষতি এড়াতে  ইসরায়েলকে যতখানি কঠোর পদক্ষেপ নেয়া সম্ভব সেটি নিতে হবে।

প্রসঙ্গত, এটি গাজায় গণহত্যা বন্ধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের চূড়ান্ত রায় নয়। এটি আসতে কয়েকবছর লাগতে পারে বলে আদালত জানিয়েছে। তবে আদালত প্রথামিকভাবে এমন আদেশ এ কারণে  প্রদান করেছেন  যাতে বিশ্ববাসী বুঝতে পারেন, আদালত ইসরায়েলের বিরুদ্ধে আনা  দক্ষিণ আফ্রিকার মূল অভিযোগ আমলে নিয়েছেন। একই সাথে গাজায় বসবাসরত ফিলিস্তিনিরা তাদের নিরাপত্তার জন্য আন্তর্জাতিক আদালত কতৃক একটি আদেশ পেতে পারেন।

আই/এ

Advertisement

এশিয়া

ইরানের প্রেসিডেন্টসহ ৯ জনের মরদেহ উদ্ধার

Published

on

হেলিকপ্টার দুর্ঘটনার নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং অন্যান্য কর্মকর্তাসহ ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো  ইরানের উত্তর-পশ্চিম এর তাবরিজ শহরে নিয়ে যাওয়া হচ্ছে বলে  জানিয়েছেন ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) প্রধান পীর হোসেন কোলিভান্দ।

রোববার (২০ মে) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ।

বিস্তারিত আসছে…

 

পুরো পরতিবেদনটি পড়ুন

এশিয়া

জরুরি বৈঠকে বসেছে ইরানের মন্ত্রিপরিষদ

Published

on

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু বরণ করার পর দেশের মন্ত্রিপরিষদ জরুরি বৈঠকে বসেছে।

বৈঠকের সভাপতিত্ব করছেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের। এক বিবৃতিতে মন্ত্রিসভা গভীর শোক প্রকাশ করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর কাছে বার্তা পাঠিয়েছে।

এই বার্তায় মন্ত্রিসভা প্রেসিডেন্ট রাইসি পথকে অনুসরণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এবং তার অসমাপ্ত কাজকে এগিয়ে নেয়ার পূর্ণ আশ্বাস দিয়েছে। মন্ত্রিসভা ওই শোকবার্তায় পরিষ্কার করে বলেছে, সংকটজনক সময়ে দেশের প্রশাসনিক কাজে বিন্দুমাত্র বিঘ্ন ঘটার কোনো সুযোগ তারা দেবে না।

এর আগে গতকাল প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর সর্বোচ্চ নেতা বলেছিলেন, দেশের জনগণের মোটেই চিন্তিত বা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই; দেশের কাজে কোনো বিঘ্ন সৃষ্টি হবে না।

এদিকে, প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর আগামী ৫০ দিনের মধ্যে ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুসারে, অন্তবর্তী সময়ে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

Advertisement

ইরান-আজারবাইজান সীমান্তবর্তী একটি জলাধার উদ্বোধন করে ফেরার পথে ইব্রাহিম রায়িসিকে বহনকারী হেলিকপ্টার পূর্ব আজারবাইজান প্রদেশের ‘দিরমাজ’ জঙ্গলের আকাশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দুর্ঘটনা কবলিত হয়। হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী, তাবরিজের গভর্নর ও তাবরিজের জুমার নামাজের ইমাম ছিলেন।

জেএইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

অর্থনীতি

ইরানের প্রেসিডেন্ট নিহতের খবরে অস্থির জ্বালানি তেলের বিশ্ববাজার

Published

on

হেলিকপ্টার বিধ্বস্ত  হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার খবর সামনে আসতে না আসতেই অস্থির হয়ে উঠেছে জ্বালানি তেলের বিশ্বাজার। সেই সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের বাদশা সালমানের অসুস্থতার খবর।

সোমবার (২০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বৃটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ২০ মে লেনদেন শুরুর পরপরই ব্রেন্ট ক্রুডের দাম ৩২ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়ায় ৮৪ দশমিক ৩০ ডলারে। আর ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড, ডব্লিউটিআইয়ের দাম ৫ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল উঠে যায় ৮০ দশমিক ১১ ডলারে।

জ্বালানির বিশ্লেষকদের বরাত দিয়ে প্রতিবেদন আরও বলা হয় , রাইসি নিহতের পাশাপাশি দাম বাড়ার পিছনে ভূমিকা রাখছে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের জাপান সফর বাতিলের খবর। মূলত বাদশা সালমানের অসুস্থতার কথা উল্লেখ করে জাপান সফর বাতিল করেন মুহাম্মদ বিন সালমান। বলা হচ্ছে, বৈশ্বিক চলমান রাজনৈতিক অস্থিরতার মুখেই অনিশ্চয়তার মধ্যে পড়েছে জ্বালানি তেলের বাজার।

প্রসঙ্গত, ইরানের সীমান্তবর্তী পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি। এ দুর্ঘটনায় ৯ জন নিহতের হয়েছেন।

Advertisement

আই/এ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত