Connect with us

বাংলাদেশ

কানের শেষ দিনে চমক দেখালেন দীপিকা

Published

on

রোববার (২৯ মে) পর্দা নেমেছে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কানের। এটি ছিল ৭৫তম কান উৎসব। প্রতিবছর কান উৎসবে বিভিন্ন দেশের তারকারা নিজেকে ভিন্নভাবে প্রকাশ করেন। এ তালিকা থেকে বাদ পরেননি দীপিকা পাড়ুকোনও। তবে এবারের উৎসব দীপিকা পাড়ুকোনের কাছে ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

এবারের কানের আসরে বিচারকের ভূমিকায় ছিলেন অভিনেত্রী দীপিকা। বিভিন্ন দেশের সিনেমা দেখার পাশাপশি যাচাই-বাছাই করেছেন সেই সঙ্গে সিনেমায় দিয়েছেন নাম্বার এ অভিনেত্রী।

এত কিছুর মাঝেও ফ্যাশনে পিছিয়ে ছিলেন না তিনি। লালগালিচায় তার প্রতিটি সাজের ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। সেসব ছবি দেখে কেউ প্রশংসা করেছেন। আবার কেউ করেছেন সমালোচনা।

আলোচনা-সমালোচনার বাইরে গিয়ে রেড কার্পেটে হাঁটার সময় তার নিজস্ব স্টাইলে তাক লাগিয়েছেন দীপিকা । এবারের আসরের শুরুতেও শাড়ি পরেছিলেন দীপিকা। তবে সেটি ছিল সব্যসাচীর ডিজাইন করা। তবে কান ফিল্ম ফেস্টিভ‍্যালের শেষ দিন ফ্রেঞ্চ রিভিয়েরায় ছড়িয়ে পড়ল দীপিকার স্টাইলের ছটা। রাফেল শাড়িতে নজর কাড়লেন তিনি।

দীপিকার পরনের শাড়িটি ডিজাইন করেছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ডুয়ো আবু জানি সন্দীপ খোসলা। শাড়িটির রং অফ হোয়াইট। এটি একটি রাফেল শাড়ি। শাড়ির উপরে রয়েছে একটি ডিজাইনার কলার। কলারটি ডিজাইন করা হয়েছে প্রায় ১২০০ মুক্তা ও ২০০ ক্রিস্টাল দিয়ে। রাফেল শাড়িটি কিছু স্থানে রয়েছে প্লিটের ব্যবহার।

Advertisement

তার সঙ্গে দীপিকা পরেছেন অফ হোয়াইট বুস্তিয়ার। বুস্তিয়ারটিতে রয়েছে এমব্রয়ডারি, মুক্তো ও ক্রিস্টালের ব্যবহার। এই পোশাকের সঙ্গে দীপিকা কানে পরেছেন স্টোন স্টাডেড ইয়ারিং। চুল টেনে নিয়ে বান করেছেন। মেকআপ রয়েছে হালকা। দীপিকাকে শাড়িটি পরিয়েছেন সেলিব্রিটি শাড়ি ড্রেপ আর্টিস্ট ডলি জৈন।

Advertisement

জাতীয়

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

Published

on

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানসহ হেলিকপ্টারের যাত্রীদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ মে) পৃথক বার্তায় তারা শোক জানিয়েছেন।

শোকবার্তায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি দেশটির নাগরিক ও প্রেসিডেন্টের স্বজনদের গভীর সমবেদনা জানান।

পৃথক এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাইসিকে একজন বড় মাপের নেতা উল্লেখ করে বলেন, তিনি সারাজীবন তার দেশের জন্য কাজ করে গেছেন। তার কাজের উপকার ভোগ করছেন দেশটির নাগরিকরা। তিনি ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশের পাশাপাশি সমবেদনা জ্ঞাপন করেন।

এরআগে, শনিবার (১৮ মে) কয়েকজন সহযোগীসহ আজারবাইজান সফরে যান প্রেসিডেন্ট রাইসি। সেখানে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে একটি অনুষ্ঠান শেষে ফিরে আসার পথে দুর্ঘটনাটি ঘটে। প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের পাশাপাশি হেলিকপ্টারটিতে ইরানের আরও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাও ছিলেন। এছাড়া হেলিকপ্টারের পাইলট, কো-পাইলট ও ক্রুও মারা গেছেন।

Advertisement

এএম/

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

বাজেট অধিবেশন শুরু ৫ জুন

Published

on

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৫ জুন (বুধবার)। ওইদিন বিকেল ৫টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে।

আজ সোমবার (২০ মে) জাতীয় সংসদ সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে। অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোকপ্রস্তাব উত্থাপিত হবে।

জেএইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

রাজধানীতে চলবে ব্যাটারিচালিত রিকশা, নির্দেশ প্রধানমন্ত্রীর

Published

on

নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে ঢাকা সিটিতে ব্যাটারিচালিত তিন চাকার গাড়ি চলাচলের অনুমতি দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দেশের ২২টি মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধ থাকবে। জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২০ মে) দুপুরে গুলিস্তান বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দুর্মূল্যের বাজারে মেহেনতি মানুষের দুঃখ-দুর্দশা বিবেচনা করে, বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে, দ্রব্যমূল্যের কথা চিন্তা করে সিটি এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তবে দেশের ২২টি মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধ থাকবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এর আগে, গেলো ১৫ মে ওবায়দুল কাদের বলেছিলেন, ঢাকায় কোনো ব্যাটারিচালিত রিকশা চালানো যাবে না। এ বিষয়ে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

Advertisement

এরপর ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীতে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করে অটোরিকশাচালকরা। এ ঘটনায় পৃথক চারটি মামলা হয়েছে।

মামলাগুলোর মধ্যে পল্লবী থানায় দুটি, কাফরুল থানায় একটি ও মিরপুর মডেল থানায় একটি। মামলায় দুই হাজার ৭০০ অটোরিকশাচালক ও অগ্নিসংযোগকারীদের আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

টিআর/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত