Connect with us

আন্তর্জাতিক

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিলো ইমরান খানের দল

Avatar of author

Published

on

পাকিস্তানজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই)। দেশটির জাতীয় পরিষদ নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে আগামী ১৭ ফেব্রুয়ারি দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান এই কর্মসূচি ঘোষণা করেছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্যা ডন।

গহর আলী খান জানান, এই বিক্ষোভ পালনে জামায়াত-ই-ইসলামি, জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলসহ (জেইউআই-এফ) অন্যান্য দলগুলোকেও পাশে চান তিনি।

পিটিআইয়ের এই চেয়ারম্যান বলেন, এবারের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা  তাদের ম্যান্ডেট চুরি হতে দিবেন না।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পরিষদের সর্বোচ্চসংখ্যক আসনে জয়ী হয়েছেন। কিন্তু দলটির নিবন্ধন বাতিল হওয়ায় স্বতন্ত্র প্রার্থীরা সরকার গঠন করতে পারছে না।

Advertisement

 

Advertisement

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সব দেশের প্রতি আহ্বান জাতিসংঘের বিশেষজ্ঞ দলের

Published

on

ইসরায়েল-হামলা,-গাজা,-ফিলিস্তিন
ফাইল ছবি

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল। সোমবার (০৩ মে) এ আহ্বান জানানো হয়।

স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কয়েক দিনের মধ্যেই জাতিসংঘের বিশেষজ্ঞ দল এ আহ্বান জানালো।

গেলো আট মাস ধরে গাজায় চলা যুদ্ধে বিশ্বব্যাপী ইসরাইলের প্রতি ক্ষোভ বাড়ছে।

একই সঙ্গে জাতিসংঘের বিশেষজ্ঞ দল গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানানোর পাশাপাশি রাফাতে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে।

এদিকে জাতিসংঘের এমন আহ্বান নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Advertisement

এনএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

সৌদিতে পৌঁছেছেন ৫৬ হাজার বাংলাদেশি হজযাত্রী

Published

on

ফাইল ছবি

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৬ হাজার ৫৫৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।এসব হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার হাজার ৭৪৭ জন। আর ৫২ হাজার ৮১২ হজযাত্রী গেছেন বেসরকারি ব্যবস্থাপনায়।

সোমবার (৩ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, বাংলাদেশ থেকে ১৪৫টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৪টি, সৌদি এয়ারলাইনসের ৪৬টি এবং সৌদিত আরবের ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে।

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।  তাদের সবাই পুরুষ হজযাত্রী ছিলেন বলে বুলেটিন সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, চলতি বছরের ৯ মে ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট।  এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।  চাঁদ দেখা সাপেক্ষে আসছে ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।  হজ শেষে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।

Advertisement

এমআর//

পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

অবৈধ উপায়ে হজ পালনের চেষ্টা, হাজারো মানুষকে জরিমানা

Published

on

ফাইল ছবি

মক্কা ও মদিনায় আসা মুসল্লিদের মধ্যে অবৈধ উপায়ে হজ পালনের চেষ্টার অপরাধে অন্তত ২০ হাজার মানুষকে মোটা অঙ্কের জরিমানা করেছে সৌদি সরকার। এসব লোকদের বিরুদ্ধে অভিযোগ, তারা আইন অমান্য করে নিবন্ধন ছাড়াই অবৈধ উপায়ে হজ পালনের চেষ্টা করছেন।

সৌদি আরবের জননিরাপত্তাবিষয়ক সংস্থার বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, দোষী ব্যক্তি যে পদধারী হোক না কেন আইন অমান্য করায় তাকে শাস্তি পেতে হবে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়,বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লি পবিত্র মক্কা-মদিনায় পৌঁছতে শুরু করেছেন।এসব মুসল্লিদের হজ সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বেশ কিছু বিধি নিষেধও আরোপ করেছে সৌদি প্রশাসন। এরই ধারাবাহিকতায় ওই সব লোককে শাস্তির আওতায় আনা হয়েছে।

রোববার(২ জুন) থেকে সৌদি আরবে কার্যকর হচ্ছে পবিত্র হজবিষয়ক আইন ও নির্দেশনা অমান্য করার শাস্তি। আসছে ২১ জুন পর্যন্ত এটি চলবে। হজ পালনের অনুমতি ছাড়া মক্কা ও মদিনায় কোনো হজযাত্রীকে পাওয়া গেলে কর্তৃপক্ষ তাকে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করবে। এর আওতায় রয়েছেন সৌদি নাগরিক ছাড়াও স্থানীয় বাসিন্দারাও।

এছাড়া, কেউ অনুমতি ছাড়া হজযাত্রীদের পরিবহন করলে তাকে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে এবং ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৫ লাখ টাকার বেশি।

Advertisement

পবিত্র হজবিষয়ক আইন ও নির্দেশনায় আরও বলা হয়, যদি কোনো ব্যক্তি যথাযথ অনুমতি ছাড়া হজযাত্রীদের পরিবহনে ধরা পড়ে, তবে তাকে শাস্তি ভোগ করার পরে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং সুনির্দিষ্ট সময়ের জন্য তাকে আর সৌদি আরবে ঢুকতে দেওয়া হবে না।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজের কার্যক্রম শুরু হবে।

এমআর//

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত