Connect with us

বিনোদন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফরাসি সংগীতশিল্পী ও টিকটক তারকা

Avatar of author

Published

on

সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমালেন সোস্যাল মিডিয়ায় ব্যাপক পরিচিত ফরাসি সংগীতশিল্পী ও টিকটক তারকা আনাইস রবিন।  গত ২৪ মার্চ রাতে ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি সড়ক দুর্ঘটনায়  ২১ বছর বয়সী এই সংগীতশিল্পী প্রাণ হারান।

গায়িকা আনাইসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার রেকর্ড কোম্পানি  গ্যাবস এবং জো।  এক বিবৃতি দিয়ে প্রতিষ্ঠানটির মুখপাত্র সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা শিল্পী আনাইস রবিনের মৃত্যুর কথা ঘোষণা করছি।  শনিবার রাতে ফ্রান্সের উত্তরে একটি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য সান’র এক প্রতিবেদনে বলা হয়,  গায়িকা আনাইস রবিন একা গাড়ি চালাচ্ছিলেন। ফ্রান্সের লিলের কাছে বাইসিউক্সে এম৯৪১ হাইওয়েতে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে তাঁর গাড়িটি   রাস্তা থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়। আনাইস রবিনের মৃত্যুতে স্থানীয় পুলিশ এখন দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। এমনকী ইতোমধ্যে তদন্তও শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গ্যাবস এবং জো’র  এক সদস্য লিখেছেন, আনাইস রবিন এমন একজন ব্যক্তি ছিলেন, তাকে যারা জানার সুযোগ পেয়েছেন তাদের সবার কাছে প্রিয় এবং প্রশংসিত ছিলেন এ গায়িকা। তার উজ্জ্বল হাসি, উদারতা ও কণ্ঠ চিরকাল হৃদয়ে খোদাই হয়ে থাকবে।

প্রসঙ্গত, ফরাসি এই গায়িকাকে টিকটকে ৫ লাখ ১০ হাজার এবং ইনস্টাগ্রামে দেড় লাখেরও বেশি মানুষ ফলো করতেন। গত গ্রীষ্মেই ইউটিউবে তার একটি গান প্রকাশ করা হয়। এটি ২০ লাখ বার দেখা হয়েছে।

Advertisement

এছাড়া এ গায়িকা একজন লাইভ পারফর্মের জন্য বেশ বিখ্যাত ছিলেন। তার পারফর্মে মঞ্চে প্রায়ই তার যমজ ভাই এলিয়ট অংশ নিতেন।

Advertisement

বিনোদন

‘পুনর্জন্ম’ প্রযোজক রূহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Published

on

মরদেহ

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তরুণ প্রযোজক মাসুদুল মাহমুদ রূহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ মে) আনুমানিক রাত ১১টার তার মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন তরুণ নির্মাতা শ্যামল শিশির।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় ‘রেডরাম’ চলচ্চিত্রের প্রযোজনা করেছেন রূহান। এ ছাড়া ‘পুনর্জন্ম’, ‘চম্পা হাউজ’, ‘শুক্লপক্ষ’, ‘দ্য সাইলেন্স’, ‘আরারাত’র মতো জনপ্রিয় নাটক-সিরিজের নির্বাহী প্রযোজক তিনি। বলতে গেলে, নির্মাতা ভিকি জাহেদের অধিকাংশ কাজের প্রযোজনা করেছেন রূহান। তার মৃত্যুতে বাকরুদ্ধ সহকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তারা।

মরদেহ উদ্ধারকারী হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাওন কুমার বিশ্বাস গণমাধ্যমে জানান, ২০২০ সালে বিয়ে করেন তিনি। গেলো এক মাস আগে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় রূহানের। এরপর থেকেই হতাশায় ভুগছিলেন রূহান। তবে এর আগে থেকেই গেলো দু’মাস যাবত পূর্ব রায়েরবাজারের ওই মেসে থাকতে শুরু করেন তিনি।

চলচ্চিত্রের বিভিন্ন শুটিংয়ের কারণে দেশের বিভিন্ন জায়গায় তার আসা-যাওয়া ছিল। যখন ঢাকায় ফিরতেন তখন ওই মেসে গিয়ে থাকতেন। তার রুমমেট বুধবার রাত ১১টার দিকে মেসে ফিরে দেখেন ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন রূহান। সঙ্গে সঙ্গে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

প্রসঙ্গত, মাসুদুল মাহমুদ রূহানের বাড়ি রংপুরে। পড়াশোনা করেছেন সেখানকার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে। প্রযোজনার পাশাপাশি পরিচালনাতেও যুক্ত ছিলেন তিনি।

কেএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

বলিউড

বিয়ে করছেন সোনাক্ষী! পাত্র কে?

Published

on

লিউডে খুব একটা ছবি পান না। তবে সোনাক্ষী সিনহা যখনই সুযোগ পান, তখনই দেখিয়ে দেন, তিনি জাত অভিনেত্রী। এই যেমন, বনশালির ‘হীরামাণ্ডি’ ছবিতে দুরন্ত অভিনয় করে রীতিমতো নজর কেড়ে নিয়েছেন তিনি। ‘হীরামাণ্ডি’ ছবি নিয়ে নানা সমালোচনা হলেও, সোনাক্ষীর অভিনয় এবং নাচের প্রশংসায় পঞ্চমুখ দর্শকমহলের একাংশ। তবে এখন খবর, সোনাক্ষীর বিয়ে নিয়ে।

বেশ কিছু দিন ধরেই বলিউডে জোর জল্পনা তার প্রেম নিয়ে। এবার আরও এক ধাপ এগিয়ে তার বিয়ের খবরে জল্পনার ঝড় উঠেছে বি-টাউনে। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-য় এসে নিজের বিয়ের কথা স্বীকার করে নিয়ে কী জানালেন শত্রুঘ্ন-কন্যা?

সোনাক্ষী আর অভিনেতা জাহির ইকবালের বন্ধুত্বের কথা সকলের জানা। সেই ঝলক নেটমাধ্যমে মাঝেমাঝেই দেখতে পান নায়িকার অনুরাগীরা। সোনাক্ষীর জন্মদিনে এক মজাদার ছবিও সকলের সঙ্গে ভাগ করে নেন জাহির। দু’জনেই যে একে অপরের সঙ্গ ভালোবাসেন, সেই পূর্বাভাস আগেই দিয়েছেন। অবশ্য নিজেদের প্রেমের বিষয়ে এখনও মুখ খোলেননি দু’জনের কেউই। তবে গেলো বছর ক্যামেরার সামনে তারা প্রথম এক ফ্রেমে ধরা দেন সালমান খানের বোন অর্পিতা খানের ইদের পার্টিতে। তাহলে কী জাহির ইকবালকেই বিয়ে করছেন সোনাক্ষী?

পার্টির একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সোনাক্ষীকে ‘বৌদি’ বলে উল্লেখও করেন অর্পিতা।

এই মুহূর্তে তার সমসাময়িক প্রায় সব অভিনেত্রীই বিবাহিত। যেমন— আলিয়া, ক্যাটরিনা কাইফ, পরিণীতি চোপড়া। কপিল শর্মার শো-য় অতিথি হয়ে আসতেই সঞ্চালক সে কথাই মনে করিয়ে দেন সোনাক্ষীকে। তখনও সোনাক্ষী বলেন, ‘‘কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ?’’ পাশপাশি, কপিলের শো-তেই সোনাক্ষী সাফ বলেন, ‘আমি ভীষণ ভাবে বিয়ে করতে চাই।’ তবে পাত্রটি কে, সেটা ঊহ্যই রাখেন অভিনেত্রী।

Advertisement

জেএইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

বিনোদন

এবার ডিপফেক ভিডিয়োর শিকার আলিয়া

Published

on

আলিয়া

প্রযুক্তির মাধ্যমে এক জনের শরীরে বসিয়ে দেয়া যায় অন্য কারও মুখ। কিন্তু এর পরিণতি যে কতটা সাংঘাতিক হতে পারে তার প্রমাণ পেয়েছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও ক্যাটরিনা কাইফ। আর এবার ডিপফেকের শিকার হলেন অভিনেত্রী আলিয়া ভাট।

রশ্মিকা ও ক্যাটরিনার ছবি ডিপফেক করার পিছে অসৎ উদ্দেশ্য ছিল তা স্পষ্ট। তবে আলিয়ার ছবিকে ডিপফেক ভিডিও তে ব্যবহার করলেন তার অনুরাগীরাই।

ভিডিও তে দেখা যাচ্ছে, আলিয়ার পরনে লাল শাড়ি ও ব্লাউজ। এক ঝলকে ভুল হলেও, একটু ভাল ভাবে দেখলে বোঝা যায় এটি আলিয়ার নয়। অন্য কারও ভিডিও তে ব্যবহার করা হচ্ছে আলিয়ার মুখ।

ভিডিও-এর ক্যাপশনে লেখা, ‘‘পর্দার বাইরে আলিয়া ভাট।’’ সেই পোস্টেই এক জন কমেন্ট করে স্পষ্ট করে দেন, এই ভিডিও মোটেই আলিয়ার নয়। ভিডিওটি আসলে বলিউডের আর এক অভিনেত্রী ওয়ামিকা গাব্বির। তবে এই ভিডিও নিয়ে কোনও মন্তব্য আসেনি আলিয়ার তরফ থেকে।

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Wamiqa Gabbi (@wamiqagabbi)

কয়েকদিন আগে ওয়ামিকা নিজেই এই ভিডিও পোস্ট করেছিলেন সমাজমাধ্যমে। সেই ভিডিওটিই ডিপফেক তৈরি করতে ব্যবহার করা হয়েছে। যদিও এই ভিডিও তৈরির পিছনে খারাপ কোনো উদ্দেশ্য নেই, তা স্পষ্ট।

 

View this post on Instagram

 

A post shared by Sameeksha Avtr (@unfixface)

Advertisement

প্রসঙ্গত, ওয়ামিকা ‘কালি জোট্টা’, ‘৮৩’, ‘খুফিয়া’ ইত্যাদি ছবিতে অভিনয় করে যথেষ্ট পরিচিত। আগামীতে বরুণ ধবনের বিপরীতে ‘বেবি জন’ ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। এই ছবিতে অভিনয় করছেন কীর্তি সুরেশও। এ বছর জুন অথবা জুলাইতে মুক্তি পাবে এই ছবি।

অন্য দিকে, ভাসান বালা-র ছবি ‘জিগরা’তে দেখা যাবে আলিয়াকে। এই ছবি করণ জোহরের সঙ্গে প্রযোজনা করছেন আলিয়াও। ২০২৪-এর ২৭ সেপ্টেম্বর ‘জিগরা’ মুক্তি পাবে। এই সময় আলিয়া মেট গালা ২০২৪-এর জন্য নিউ ইয়র্কে রয়েছেন। পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি করা শাড়ি পরে লাল কার্পেটে হেঁটেছেন আলিয়া। তার সেই সাজই এই মুহূর্তে অন্যতম চর্চিত বিষয়।

কেএস/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত