Connect with us

ধর্ম

হজ-ওমরা সহজ করতে ডিজিটাল ব্যাগ চালু করেছে সৌদি

Avatar of author

Published

on

হজ-ওমরার-জন্য-ডিজিটাল-ব্যাগ

মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে হজ ও ওমরা পালনকারীদের ইবাদত সহজ করতে ডিজিটাল ব্যাগ চালু করেছে সৌদি সরকার।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সৌদি আরবের প্রেসিডেন্সি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স এ ‘ডিজিটাল ব্যাগ’ কর্মসূচি শুরু করার ঘোষণা দেয়।

সৌদি আরবের ধর্মমন্ত্রণালয় জানায়, এ ব্যাগ প্রোগ্রামের মাধ্যমে হজ ও ওমরা পালন সহজ হবে। তাদেরকে সব ধরণের সহযোগিতা করা হবে এর মাধ্যমে। বিশেষ করে কখন তারা কোন বিধান পালন করবে, সে বিষয়ে সতর্ক করা হবে।

ডিজিটাল ব্যাগ কী

ডিজিটাল ব্যাগ প্রোগ্রামটির মাধ্যমে বিখ্যাত ইসলামিক পণ্ডিত তথা আলেমদের কাছ থেকে বুকলেট ও নোট পাবে প্রতিনিয়ত। যেগুলোর মাধ্যমে হজ ও ওমরা পালন সহজ থেকে সহজতর হয়ে যাবে। এর লক্ষ্য হলো- ধর্মীয় শিক্ষা ও ধর্মীয় জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধর্মীয় সচেতনতা বৃদ্ধি করা।
 

কিভাবে  ব্যবহার করবেন ডিজিটাল ব্যাগ?

ডিজিটাল ব্যাগের এ প্রোগ্রামের অ্যাক্সেস পেতে নীচের নির্দেশিকা অনুসরণ করতে হবে।

Advertisement

১. প্রথমে বারকোড স্ক্যান করতে হবে। আপনি হজ কিংবা ওমরা পালনের যে গাইড লাইন পেতে চান সেটি সিলেক্ট করলে আপনাকে এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও বই সর্বরাহ করা হবে। আপনার প্রয়োজনীয় পুস্তিকাটির জন্য বারকোড স্ক্যান করতে হবে। বারকোড স্ক্যান করলেই প্রয়োজনীয় বইটি চলে আসবে আপনার স্ক্রিনে।

২. অ্যাক্সেস পেতে হবে। অ্যাক্সেস বোতামে আলতো চাপুন। আপনি এখন পুস্তিকাটির সম্পূর্ণ বিষয়বস্তুতে অ্যাক্সেস পাবেন।

৩. শেয়ার করতে পারবেন যে কারো সঙ্গে। একবার আপনার কাছে পুস্তিকাটি হয়ে গেলে, এটি আপনার বন্ধুদের ও পরিবারের সাথে শেয়ার করতে পারবেন। যেন তারাও এর জ্ঞানে উপকৃত হতে পারেন।

ওমরা ও হজযাত্রীদের সুযোগ-সুবিধা দিতে সৌদি কর্তৃপক্ষ যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। সেই চেষ্টারই অংশ হিসেবে এ ডিজিটাল ব্যাগ প্রোগ্রাম চালু করা হলো। এআই ও ডিজিটাল মিডিয়া বিকশিত হওয়ার সাথে সাথে সৌদি ধর্মমন্ত্রণালয় তাদের পরিষেবাগুলিকে আরও অ্যাক্সেসযোগ্য করার চেষ্টা করছে, আরো উন্নত করার চেষ্টাও অব্যাহত রেখেছে। এটি ২০৩০ সালের সৌদি ভিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ বলেও জানায় ধর্মমন্ত্রণালয়। ইসলামের বাণী বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া অন্যতম দৃষ্টিভঙ্গিই এর উদ্দেশ্য।

 

Advertisement
Advertisement

ধর্ম

ওমরাহ করতে হেঁটে ৮ হাজার কি.মি. পথ পাড়ি দিলেন যুবক

Published

on

পবিত্র ওমরাহ পালন করতে দীর্ঘ ৮০০০ কি.মি. পথ পায়ে হেঁটে সৌদি আরবে পৌঁছেছেন ফ্রান্সের যুবক মোহাম্মেদ বুলাবিয়ার। দীর্ঘ দুই বছর প্রশিক্ষণ নিয়ে অবশেষে এই অসাধ্য সাধন করলেন তিনি।

গেলো বুধবার (১৫ মে) সৌদি বার্তা সংস্থা প্রেস এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে দ্যা আরব নিউজ।

এক সাক্ষাৎকারে বুলাবিয়ার জানান, ২০২৩ সালের ২৭ আগস্ট মোহাম্মেদ বুলাবিয়ার পায়ে হেঁটে পবিত্র ওমরাহ পালনের জন্য প্যারিস থেকে যাত্রা শুরু করেন তিনি। এরপর সুইজারল্যান্ড, ইতালিসহ মোট ১৩ টি দেশ অতিক্রম করে তিনি মদিনায় পৌঁছেছেন।

এ দীর্ঘ পথ অতিক্রমের প্রতিবন্ধকতা সম্পর্কে এ যুবক জানান, তিনি  গ্রীষ্মকালে যাত্রা শুরু করেছিলেন। এরপর বসন্ত থেকে শুরু করে শরৎ, শীত, এবং ঝড় ও বজ্রপাতের মতো পরিস্থিতির মুখোমুখি হন। এছাড়া গ্রিসে পৌঁছানোর পর ব্যাপক তুষার ঝড়ের মধ্যে পড়ে যান, এজন্য সৌদি আরব পৌঁছাতে এক সপ্তাহ দেরি হয়েছে।

তিনি জানান,ভ্রমণকালে তার সঙ্গে একটি ম্যাপ এবং ২৫ কেজি ওজনের একটি ব্যাগ ছিল। অধিকাংশ রাত তিনি মসজিদে কাটিয়েছেন। অনেকেই তাকে নিজ গৃহে থাকতেও দিয়েছেন।

Advertisement

প্রসঙ্গত, ছোট বেলা থেকেই পায়ে হেঁটে ওমরাহ করার ইচ্ছা ছিল বলে জানান এ ফরাসি যুবক।

আই/এ

পুরো পরতিবেদনটি পড়ুন

ইসলাম

৯ হজ এজেন্সিকে আজকের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ

Published

on

আজকের মধ্যে ৯টি হজ এজেন্সিকে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম।

বৃহস্পতিবার (১৬ মে) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মো. মতিউল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হজ যাত্রীদের ভিসা সম্পন্ন করতে না পারায় জন্য, ১২টি এজেন্সিকে ব্যাখ্যা প্রদানের পাশাপাশি সচিবালয়ে ডেকে তাদেরকে সতর্ক করা হয়েছে। আবার আজকের মধ্যে এই ১২টির মধ্যে ৯টি হজ এজেন্সিকে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, এসব এজেন্সি ভিসা করতে না পারার ব্যাখ্যা তুলে ধরেছে মন্ত্রণালয়ের কাছে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইন্সের বুকিং কম হওয়ায়, বুকিং হার দ্রুত বাড়াতে তাদেরকে তাগিদ দিয়েছে মন্ত্রণালয়। তবে বুকিং হার কম হলেও হজ যাত্রীদের সিডিউল ফ্লাইট বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

Advertisement

উল্লেখ্য, হজ যাত্রার ৮ম দিনে মোট ৯টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ছেন হজ যাত্রীরা৷ ভোর থেকে রাত পর্যন্ত তিনটি এয়ারলাইনসে মোট ৩৬৭১ জন পবিত্র হজ পালন করতে কাবা ঘরের দিকে রওনা দেয়ার কথা আছে৷ এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মিলিয়ে ভিসা হয়েছে ৮০ হাজারেরও বেশি জনের৷ বাকি আছে এখনও ৪ হাজার ৮০০ জনের ৷ এখন পর্যন্ত ২৬ হাজারের বেশি হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন বলে জানিয়েছে হজ অফিস৷

এএম/

পুরো পরতিবেদনটি পড়ুন

ধর্ম

৯৪ দিনে কোরআন শরীফ মুখস্থ করল ৯ বছরের নুসাইব

Published

on

৯৪-দিনে-কোরআন-শরীফ-মুখস্থ,-৯-বছরের-নুসাইব

মাত্র ৯৪ দিনে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে মিরপুরের ‘ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদরাসা’র ৯ বছরের শিক্ষার্থী নুসাইব কুদরতী।

মেধাবী নুসাইব খুলনা জেলার সোনাডাঙ্গা থানার নিয়ামত আলী কুদরতীর ছেলে।

নুসাইব কুদরতীর শিক্ষক আন্তর্জাতিক হাফেজ কারি ফরহাদ বিন নাসেরী বলেন, ‘মহাগ্রন্থ আল কোরআনের অলৌকিক মুজিজায় এমন ঘটনা বিশ্বে প্রায় ঘটছে। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থী নুসাইব কুদরতী মাত্র ৯৪ দিনে পবিত্র কোরআন মুখস্থ করেছে। আমরা তার সাফল্য কামনা করি।

তিনি বলেন, ‘কোরআন মুখস্থ করার বিষয়টি মোটেও সহজ নয়। বরং এর পেছনে শিক্ষক থেকে শুরু করে বাবা-মায়ের অনেক চেষ্টা শ্রম ও আত্মত্যাগের প্রয়োজন। একজন কোরআনের হাফেজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ এ শিশুকে দীনের জন্য কবুল করুন।’

তিনি আরও জানান, নুসাইব শুরুতে দুই পৃষ্ঠা করে সবক দিলেও শেষের দিকে দিনে ১০ পৃষ্ঠা করে সবক দিয়েছে আলহামদুলিল্লাহ।

Advertisement

প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মাহমুদ হাসান বলেন, আমাদের প্রতিষ্ঠানের একাডেমিক ক্লাস প্রি-প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত। প্রত্যেক মাসে মূল্যায়ন পরীক্ষা ও ইন্টারভিউ-এর মাধ্যমে প্রতিটি বাচ্চাকে কাউন্সিলিং করা হয়। এবং তাকে পরবর্তী সেশন এ উত্তীর্ণ করা হয়। এভাবে প্রত্যেকটি বাচ্চাকে আমরা টার্গেট ফিক্সড করে পড়াশোনা করাই। সেই টার্গেট ভিত্তিক নুসাইব আন্তরিকতার সাথে মেহনত করেছে এবং শিক্ষক তার পিছনে সর্বস্ব ব্যায় করে তাকে যোগ্য করে গড়ে তুলেছে। আমাদের প্রতিটি ছাত্রকে এভাবে আন্তরিকতার সাথে পাঠদান দিয়ে থাকি।

নুসাইবের বাবা নিয়ামত আলী কুদরতী ও তার মা আশা করেন, তাদের ছোট্ট সন্তান একসময় বড় আলেম হবে এবং বিশ্বব্যাপী ইসলামের খেদমত করবে।

ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল মুফতি মামুনুর রশীদ বলেন, এই ছেলেটি পাঁচ বছর বয়স থেকে আমাদের এখানে পড়াশোনা করছে। তার বাবা একজন চাকুরীজীবী। এমন অনেক বাচ্চা আমাদের এখানে আছে। দীন ও ইসলাম শিক্ষা অর্জন করছে। কোরআনে হাফেজ হচ্ছে, পাশাপাশি স্কুলের পড়াও চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ মাদরাসার শিক্ষা এখন আধুনিকই নয়, অত্যাধুনিক। আমি চাই আমাদের সন্তানদের আমরা দীনের শিক্ষা দেব। পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত করব। আমরা অনেক বছর ধরে শত শত বাবা-মায়ের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি।

 

Advertisement

এসি//

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত