জাতিসংঘকে গুম ও বিচারবহির্ভূত হত্যার বিষয়ে জানিয়েছে বিএনপি

ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রতিনিধিদলের কাছে দেশে সার্বিক মানবাধিকার চিত্র তুলে ধরেছে বিএনপি। প্রতিনিধিদলকে গুম ও বিচারবহির্ভূত হত্যার বিষয়েও অবগত করে বিএনপি। বৈঠক শেষে সাংবাতিকদের এ তথ্য জানান বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

আজ বুধবার (১৭ আগস্ট) দুপুরে জাতিসংঘ মানবাধিকার কমিশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান রোরি মআংগোভেনের সঙ্গে বৈঠক করে বিএনরি একটি প্রতিনিধিদল।

শামা ওবায়েদ সাংবাদিকদের জানান, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রতিনিধি দল চার দিন ধরে সফর করছে। তারা অনেকের সঙ্গে কথা বলছেন, আমাদের সঙ্গেও কথা বলেছেন। বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তারা কোনো ফিডব্যাক দেননি আমাদের। তারা প্রেস কনফারেন্স করে জানাবেন।

শামা ওবায়েদ বলেন, নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের সাংবাদিকরা মানবাধিকার পরিস্থিতি যেভাবে দেখে বিএনপিও সেভাবে দেখে।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তাবিথ আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর ছেলে ও বিএনপির মানবাধিকার বিষয়ক উপ-কমিটির সদস্য আবরার ইলিয়াস।

Recommended For You