Connect with us

ফুটবল

পিচ নিয়ে অসন্তোষ দেখালেন আফগান কোচ

Avatar of author

Published

on

আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পিচ নিয়ে কথা বলেছেন আফগান কোচ। জোনাথান ট্রট ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব নিয়ে আলোকপাত করেছেন। যদিও ম্যাচ হারের পর এসব কথা তুলতে চাননি তিনি। বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৫৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৮.৫ ওভারে ম্যাচটি জিতে নিয়েছে প্রোটিয়ারা।

এমন এক ম্যাচ হয়েছে, যেখানে পিচ নিয়ে কথা ওঠা স্বাভাবিক। খুব একটা সুবিধাজনক আচরণ করেনি এই ম্যাচের পিচ। ব্যাটারদের জন্য যতটুকু সুবিধা পাওয়ার কথা ছিল, সেটিও হয়নি কিছুই। আফগান কোচ ট্রট বলেন, ‘এটা এমন পিচ নয়, যেখানে আপনি ম্যাচ খেলতে চাইবেন। একটা বিশ্বকাপ সেমিফাইনালের মতো ম্যাচ, সোজাসাপ্টা ব্যাপার। এটা সুষম প্রতিযোগিতা হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘আমি বলছি না, একদম ফ্ল্যাট কিছু হবে, যেখানে স্পিন থাকবে না, সিম মুভমেন্ট থাকবে না। বলছিলাম, ব্যাটারদের ভীতির কারণ হবে, এমন হওয়া তো উচিত না। আপনার ফুট মুভমেন্টে তো আত্মবিশ্বাস থাকবে। আপনাকে হিট করতে হবে, দক্ষতা অনুযায়ী।’

আফগানিস্তানের সেমিফাইনালে যাওয়া একটি বড় ঘটনা। এমন দিন তাদের কাছে আর কখনো আসেনি। সেমিতে কাজে লাগানো গেল না এবার নিজেদের দক্ষতাকে। তবে এইতো শুরু। আফগানরা অবশ্যই এই উন্মাদনা কাজে লাগিয়ে ভবিষ্যৎকে আরও সুন্দর করার পরিকল্পনা করতে নামবে।

 

Advertisement

এম/এইচ

Advertisement

ফুটবল

স্কালোনির পর নিষিদ্ধ আরও চার আর্জেন্টাইন কোচ

Published

on

শুরুটা হয়েছিলো আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে দিয়ে।  কোপার প্রথম দুই ম্যাচেই বিরতির পর দেরিতে মাঠে নামে আর্জেন্টিনা। শাস্তি হিসেবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী কোচকে। সেই সাথে জরিমানা করা হয় ১৫ হাজার ডলার।

স্কালোনির পর চিলির কোচ রিকার্দো কারেগা ও ভেনেজুয়েলার কোচ ফের্নান্দো বাতিস্তাকে একই অপরাধে একই শাস্তি দেয় লাতিন আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।  এই দুই কোচও ছিলেন আর্জেন্টাইন।

এই তিন কোচের পর এবার উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসাকেও একই অপরাধে এক ম্যাচ নিষিদ্ধ ও ১৫ হাজার ডলার জরিমানা করলো কনমেবল।

চতুর্থ কোচ হিসেবে এবারের কোপায় শাস্তি পেলেন ৬৮ বছর বয়সী বিয়েলসা।  বাকি তিন জনের মতো তিনিও একজন আর্জেন্টাইন।

বলিভিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচে বিরতির উরুগুয়ে দল দেরিতে মাঠে নামায় বিয়েলসার এই শাস্তি।  ফলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম‍্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডাগআউটে থাকা হবে না অভিজ্ঞ এই আর্জেন্টাইন কোচের।

Advertisement

 

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ পেলো আর্জেন্টিনা

Published

on

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের জন্য নিশ্চিত হলো আর্জেন্টিনার প্রতিপক্ষ। লিওনেল মেসি ও তার সতীর্থরা আগামী ৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭ টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে ইকুয়েডরের বিপক্ষে লড়বে। ম্যাচটিতে জয় লাভ করলে নিশ্চিত হবে সেমি যাত্রা।

বি গ্রুপে মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্র করে ইকুয়েডর। এতে গ্রুপ রানার্সআপ হয় দলটি। মেক্সিকোর সাথে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টারে যায় ইকুয়েডর।

এদিকে একই গ্রুপের অন্য দল ভেনেজুয়েলা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে। এই দলটি কোয়ার্টারে লড়বে কানাডার বিপক্ষে। সেক্ষেত্রে ম্যাচটির জয়ী দল আর্জেন্টিনা অথবা ইকুয়েডরের সাথে সেমিফাইনালে মুখোমুখি হবে।

এদিকে ব্রাজিল সমর্থকদের অপেক্ষা এখনো শেষ হয়নি। তারা আছে কোয়ার্টার ফাইনালে ওঠার অপেক্ষায়। প্রথম দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট ঝুলিতে নিয়েছে দলটি। বুধবার কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

৩১ আর ২০ বছরের ইতিহাস ভাঙলো ইতালি-সুইজারল্যান্ড 

Published

on

১৯৯৩ সালের পর ইতালির বিপক্ষে জিততে পারেনি সুইজারল্যান্ড। আর ২০০৪ ইউরোর পর কখনো ইউরোর কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নেয়নি ইতালি।

তবে শনিবার রাতে সেই ৩১ আর ২০ বছরের ইতিহাস শুরু হলো নতুন করে।  জার্মানির বার্লিনে শেষ ষোলোর ম্যাচে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড।

২৪ মিনিটেই প্রায় গোল পেয়ে যাচ্ছিল  সুইসরা।  তবে ব্রিল এমবোলোর ওয়ান-অন-ওয়ানে শট ঠেকিয়ে দেন দোন্নারুম্মা।

৩৭ মিনিটে আর জাল সুরক্ষিত রাখতে পারেননি ইতালি অধিনায়ক।  নটিংহাম মিডফিল্ডার রেমো ফ্রেলারের নেয়া জোরালো শট দোন্নারুম্মার পায়ে লাগলেও চলে যায় জালে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার প্রথম মিনিটেই দ্বিতীয় গোল পায় সুইজারল্যান্ড।  বক্সের বাইরে থেকে রুবেন ভারগাসের নেওয়া কোনাকুনি শট আটকাতে পারেননি ইতালির গোলরক্ষক।

Advertisement

দুই গোল হজমের পর ইতালি আক্রমণের গতি বাড়ালেও লাভ হয়নি।  হার নিয়েই মাঠ ছাড়তে হয় ২০২০ ইউরোর চ্যাম্পিয়নদের।

দিনের অপর ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ২-০ গোলের জয়ে পেয়েছে জার্মানি।

ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে প্রথমার্ধ গোলশূন্য থাকে দুই দল।  দ্বিতীয়ার্ধে জোয়াকিম অ্যান্ডারসেনের হ্যান্ডবল থেকে পেনাল্টি উপহার পায় জার্মানি।  ৫৩ মিনিটে স্পট কিকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন কাই হাভার্টজ।

৬৮ মিনিটে শোলটারবেকের লম্বা পাস থেকে বল জালে পাঠান জামাল মুসিয়ালা।  চলতি ইউরোয় জার্মান তারকার এটি তৃতীয় গোল।

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত