Connect with us

ঢাকা

গোপালগঞ্জে শিক্ষকের মাথায় পচা ডিম ভাঙ্গলো ছাত্ররা!

Avatar of author

Published

on

প্রতীকি ছবি

পরীক্ষায় দেখাদেখি ও কথা বলতে নিষেধ করায় শিক্ষকের মাথায় পচা ডিম ভেঙ্গেছে একদল ছাত্র। সোমবার (১ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষক মৃণাল বিশ্বাস শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাতে কলেজের অধ্যক্ষ শেখ বেনজীর আহমেদের নেতৃত্বে  বৈঠক হয়।

এ বিষয়ে অধ্যক্ষ শেখ বেনজীর আহমেদ গণমাধ্যমকে বলেন, সরকারি বঙ্গবন্ধু কলেজের বিএ অনার্স পরীক্ষা শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। গেলো ১২ জুন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আধুনিক মুসলিম রাষ্ট্রের ইতিহাস পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ৩ থেকে ৪ জন শিক্ষার্থী দেখাদেখি ও কথা বলছিলেন। তখন ৪০৮ নম্বর কক্ষের দায়িত্বে ছিলেন শিক্ষক মৃণাল বিশ্বাস। তিনি তাদের বারবার সতর্ক করনে। এসময় তারা শিক্ষকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে শিক্ষক খাতা নিয়ে নেওয়া হবে বলে জানান। এ ঘটনায় তারা ক্ষিপ্ত হয়। সোমবার চতুর্থ বর্ষের অনার্স পরীক্ষা ছিল। কলেজের কাজ শেষ করে শহরের উদয়ন রোডের বাসায় যাচ্ছিলেন শিক্ষক মৃণাল বিশ্বাস। তিনি বঙ্গবন্ধু কলেজে ক্যাম্পাসের অডিটোরিয়াম সড়কে পৌঁছালে তার মাথায় পেছন থেকে পচা ডিম ছুঁড়ে মারা হয়।

ভুক্তভোগী কলেজশিক্ষক মৃণাল বিশ্বাস বলেন, ধারণা করছি, ১২ জুনের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় থানায় রাত সাড়ে ১১টার দিকে অভিযোগ দিয়েছি।’

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে গণমাধ্যমকে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান।

Advertisement

এনএস/

 

 

Advertisement

ঢাকা

এমপি আজীম হত্যার বিচার চেয়ে রাজপথে ঝিনাইদহের জনপ্রতিনিধিরা

Published

on

কলকাতায় গিয়ে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের শাস্তির দাবিতে ঢাকার  রাজপথে নেমেছেন ওই আসনের স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা। এসময়ে তাদের সঙ্গে ছিলেন আজীম কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন।

শনিবার (৬ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অংশ নেন এসব জনপ্রতিনিধিরা।

কালিগঞ্জ উপজেলার ৩ নং কোলা ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, এমপি আজীমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ উপজেলার সব জনপ্রতিনিধি রাজপথে নেমেছে। যারা এমপি সাহেবকে নৃশংসভাবে হত্যা করেছে দ্রুত তাদের বিচার করা হোক।

গেলো ১৩ মে কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন এমপি আনোয়ারুল আজীম আনার। হত্যার পর আনারের লাশ টুকরো টুকরো করে ফেলা হয় বলে জানিয়েছে কলকাতার পুলিশ।

এ খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভারত, নেপাল ও বাংলাদেশ থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

Advertisement

আই/এ

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢাকা

বাংলাদেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় হবে শিবচরে: আনিসুল হক

Published

on

আইনমন্ত্রী-আনিসুল-হক

দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় এবং জুডিসিয়াল একাডেমি নির্মিত হবে মাদারীপুরের শিবচরে। বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (৬ জুলাই) সকালে শিবচরে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শনের সময় সাংবাদিকদের একথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ থেকে শিবচরে আমরা দুটি প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছি। চিফ জুডিসিয়াল একাডেমি করার প্রস্তাব পাস হয়েছে। এই প্রতিষ্ঠানের জন্য জমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা প্রদানের ব্যবস্থাও হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে একটি আইন বিশ্ববিদ্যালয় স্থাপন হবে। যার নাম হবে ‘বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয়’। মাদারীপুর জেলার শিবচরেই বিশ্ববিদ্যালয়টি করার পরিকল্পনা করেছি।

তিনি আরও বলেন, এটি হবে দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয়। মূলত আমরা এসেছি বিশ্ববিদ্যালয়ের জন্য জমি পরিদর্শন করতে। আমরা মাদারীপুরের শিবচরের বিভিন্ন স্থানে ৩টি জায়গা পরিদর্শন করেছি। উল্লেখযোগ্য স্থানগুলো হলো- পদ্মা সেতুর কাছাকাছি কুতুবপুরে পদ্মা রেলস্টেশনের পাশে, পাঁচ্চর ইউনিয়নের বড় দোওয়ালী এবং শিবচর পৌরসভার চর শ্যামাইল এলাকায়। এগুলোর মধ্যে যে স্থানটিতে আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উপযুক্ত বলে মনে হবে, আমরা সেই স্থান বেছে নেবো। কয়েক দিনের মধ্যেই জানিয়ে দেবো, কোন স্থানটিতে বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয় হবে। তবে আশা করি, বাংলাদেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয়টি শিবচরেই হবে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ গোলাম সারোয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, মন্ত্রীর একান্ত সচিব দীপঙ্কর রায়, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী প্রমুখ।

Advertisement

 

এসি//

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢাকা

জাতির পিতার ছোটবেলার স্কুলে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

Published

on

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলার স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৬ জুলাই) সকালে সেখানে ‘বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন শেখ হাসিনা।

শুক্রবার (৫ জুন) রাতে দুইদিনের সরকারি সফরে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী।

পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে মাওয়া থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন সরকারপ্রধান। টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টায় নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন শেখ হাসিনা। দুপুরে নিজ বাসভবনে জোহরের নামাজ আদায় করবেন এবং মধ্যাহ্ন ভোজ করবেন। বিকেল সাড়ে তিনটায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন। বিকেল ৪টায় টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা।

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত