Connect with us

ক্রিকেট

মেহেদীর দ্বিতীয় আঘাত, ফিরলেন ইয়ং

Published

on

তিন ম্যাচের ওয়াডে সিরিজ নিজেদের করে নিতে দ্বিতীয় ওয়ানডেতে জয় চায় নিউজিল্যান্ড। অপরদিকে সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের হাতে। এমন সমীকরণে টাইগারদের দেয়া ২৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৮ রানে মুস্তাফিজের শিকার হয়েছেন মার্টিন গাপটিল। ৫ম ওভারের শেষ বলে নিজের বলে নিজে ক্যাচ নিয়ে ২৪ বলে ২০ রান করা গাপটিলকে ফেরান ফিজ। নিকোলস-কনওয়েকে নিয়ে বেশিদূর এগুতে পারেননি। দলীয় ৪৩ রানে মাহাদী হাসানে প্রথম শিকার হিসেবে বোল্ড হয়ে ফেরেন হেনরি নিকোলস। দলীয় ৫৩ রানে নিজের দ্বিতীয় ও দলের শিকার হিসেবে ইয়ংকে বোল্ড করে ফেরত পাঠান মেহেদী।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৫৬ রান। ডেভন কনওয়ে ২০ রানে ও টম লাথাম ২ রানে অপরাজিত আছেন।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই কোন রান না করেই ফিরে যান ওপেনার লিটন দাস। দ্বিতীয় উইকেটে সৌম্যকে নিয়ে ৮১ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন অধিনায়ক তামিম ইকবাল। দলীয় ৮৫ রানের সময় মিচেল স্যান্টনারকে ক্রিজ থেকে বের হয়ে উড়িয়ে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন সৌম্য সরকার। তার ব্যাট থেকে আসে ৪৬ বলে ৩২ রান।

সৌম্য ফিরলেও মুশফিকুর রহিমকে সাথে নিয়ে আরও ৪৮ রান যোগ করেন তামিম। তুলে নেন ওয়ানডেতে নিজের ৫০ তম ফিফটি। দারুণ ব্যাটিং করা তামিম সেঞ্চুরির আশা জাগিয়েও জেমস নিশামের বুদ্ধিদীপ্ত ফিল্ডিংয়ে রান আউটে কাটা পড়েন টাইগার এই অধিনায়ক। আউট হওয়ার আগে ১০৮ বলে ১১ চারে ৭৮ রানের ইনিংস খেলেন তামিম ইকবাল। তখন দলীয় স্কোর ১৩৩ রান। ৪র্থ উইকেটে মুশফিক নিজেকে কিছুটা গুটিয়ে রাখলেও শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মোহাম্মদ মিথুন। এ জুটিতে মুশফিক ও মিথুন দুজনে যোগ করেন ৫১ রান।

৫৯ বলে ৩ চারে ৩৪ রান করে আউট হন মুশফিকুর রহিম আউট হলেও মোহাম্মদ মিথুন তুলে নেন ওয়ানডেতে ষষ্ঠ ফিফটি। মাহমুদুল্লাহ রিয়াদকে সাথে নিয়ে ৬৩ রানের জুটি গড়ে দলকে আড়াইশো পার করেন মিথুন। শেষ পর্যন্ত মোহাম্মদ মিথুন ৫৭ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৩ রানের অপরাজিত থেকে বাংলাদেশ সংগ্রহ নির্ধারিত ৫০ ওভারে ২৭১ রানে টেনে নিয়ে যান। 

Advertisement

নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার ২, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও কাইল জেমিসন নেন ১টি করে উইকেট নেন।

এএ

Advertisement

ক্রিকেট

দল বাড়তে যাচ্ছে পিএসএলে

Published

on

পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) ২০২৬ আসর থেকে নতুন দুই দল যুক্ত হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী বছরের আসরটি হতে যাচ্ছে শেষ ৬ দলের টুর্নামেন্ট।

পিএসএল নিয়মিত এগিয়ে যাচ্ছে। এর উন্নতি ভোগ করছে পাকিস্তান ক্রিকেট। ফলে আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য দল বাড়ানোর প্রতি যোগ দিয়েছে পিএসএল ও পিসবি প্রশাসন। পিএসএল এর সাথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসর একসাথে হতে যাচ্ছে। পিসিবি মনে করছে, এটা ক্রিকেটের জন্য ভালো।

পিএসএল জানিয়েছে, তারা এক দলের খেলোয়াড় থেকে অন্য দলের খেলোয়াড়ের ‘ডিরেক্ট সাইনিং’ নীতিতে আসতে চায়। অন্যদিকে ভেন্যু হিসেবে পেশওয়ার ও কোয়েটাকে সম্ভাব্য ভেন্যু হিসেবে পিএসএলে আনতে চায় পিসিবি। এই দুই ভেন্যুতে ২০২৪-২৫ ঘরোয়া লিগ করার সম্ভাবনাও রয়েছে।

 

এম/এইচ

Advertisement

 

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

নাইট রাইডার্সের সাথে যুক্ত হলেন সাকিব

Published

on

নাইট রাইডার্স- দলটির সাথে সাকিব আল হাসানের সম্পর্ক পুরোনো। আরো খোলাসা করে বললে কোলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের মালিকানায় আইপিএল খেলে থাকে দলটি। অন্যান্য লিগেও শাহরুখের মালিকানায় দল রয়েছে। আমেরিকার মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স নামে যে দল আছে, সেখানে যোগ দিয়েছেন সাকিব।

এমএলসি’র পরবর্তী আসর খেলার কথা রয়েছে সাকিবের। যেখানে শাহরুখের মালিকানায় থাকা লস অ্যাঞ্জেলসে যুক্ত হলেন এই বাংলাদেশি অলরাউন্ডার। আজ (শুক্রবার) নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। যেখানে তারা লিখেছে, “আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান এলএ নাইট রাইডার্সের সাথে ২০২৪ মেজর লিগ ক্রিকেটের জন্য যুক্ত হচ্ছেন। শীঘ্রই দেখা হচ্ছে, সাকিব।”

নাইট রাইডার্স গ্রুপ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়, “সাকিব, অবশ্যই নাইট রাইডার্স পরিবারের সাথে একটা লম্বা সময় ধরে সম্পর্ক আছে তার। এরমধ্যে আছে ২০১২ ও ২০১৪ সালের দুই শিরোপা-জয়ী বছর।”

“এই জুলাইয়ে, বেগুনি ও সোনালী রঙের জার্সিতে আবারও তাকে দেখার জন্য আমরা আর অপেক্ষা করতে পারছি না।”

Advertisement

মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় মৌসুম আগামী জুনের ৫ তারিখ শুরু হচ্ছে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে জুলাইয়ের ২৯ তারিখ।

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমিরকে চান মিসবাহ

Published

on

মোহাম্মদ আমির আবারও ফিরেছেন পাকিস্তান দলে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে আমিরের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে পাকিস্তান। দলটির সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক সম্প্রতি এই পেসারের উপর ভরসা রেখে আলোচনা করেছেন। বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচে আমিরকে চান তিনি।

সম্প্রতি স্টার স্পোর্টস এর ‘প্রেস রুম শো’তে কথা বলেন মিসবাহ। যেখানে তিনি স্মরণ করেন ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির কথা। এই সাবেক ক্রিকেটার স্বীকার করেছেন, আমির হয়তো আগের মতো পেস বা সেই আক্রমণাত্মক জায়গা থেকে ডেলিভার করতে পারবেন না- তবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স নিয়ে সন্তোষের জায়গা দেখছেন তিনি।

“আমি কথা বলবো ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। যে মোহাম্মদ আমিরকে আমরা তখন দেখেছি এবং এখন আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে যাকে দেখবো।”

“আমরা অবশ্যই ভিন্ন কিছু দেখবো তখনকার সময় থেকে। আগে তার আরো বেশি পেস ছিল, সুইং ছিল, জিপ ছিল- এখন সেটা তার চেয়ে কিছুটা কম।”

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে দারুণ এক স্পেল করেন আমির। ভারতের বিপক্ষে সেই ম্যাচে রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও ভিরাট কোহলির উইকেট তুলে নেন এই পেসার। ম্যাচটি ১৮০ রান জিতেছিল পাকিস্তান।

Advertisement

ভারত-পাকিস্তান ম্যাচে আলাদা চাপ থাকে। মিসবাহ সে প্রসঙ্গ তুলেছেন। সেই চাপ সামলানোর মতো ক্ষমতা সব খেলোয়াড়দের থাকে না। যেখানে আমিরকে আলাদা করতে পারেন এই সাবেক অধিনায়ক। তিনি বলেন, “কিন্তু আমরা আমিরের মধ্যে কী দেখি, সে আউটসাইড অফ স্টাম্পে স্লোয়ার দিচ্ছে, ইয়র্কার করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, ভারতের মতো বড় ম্যাচে চাপ সামলানো। যেখানে আপনি আগে ভালো পারফর্ম করেছেন। গুরুত্বপূর্ণ জায়গায় ম্যাচ জিতিয়েছেন, বড় ব্যাটসম্যানদের বল করেছেন। এটাই ভারত বনাম পাকিস্তান ম্যাচে আমিরের একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং অন্যান্য ম্যাচগুলোর জন্যেও।”

আমির ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ৪ উইকেট সংগ্রহ করেন। দুই দল আগামী ৯ জুন, নিউ ইয়র্কে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে।

 

এম/এইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত